ঢাকা, শনিবার, ২১ আষাঢ় ১৪৩২, ০৫ জুলাই ২০২৫, ০৯ মহররম ১৪৪৭

চট্টগ্রাম প্রতিদিন

চট্টগ্রামে বৃহস্পতিবার মান্না দে স্মরণে অনুষ্ঠান

চট্টগ্রাম প্রতিদিন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২:২৯, এপ্রিল ৩০, ২০১৪
চট্টগ্রামে বৃহস্পতিবার মান্না দে স্মরণে অনুষ্ঠান ফাইল ফটো

চট্টগ্রাম: উপমহাদেশের সঙ্গীত জগতের এক উজ্জ্বল অধ্যায়ের নাম মান্না দে। কিংবদন্তি এই মহান সঙ্গীতসাধকের জন্ম হয়েছিল ১৯১৯ সালের ১ মে।



প্রয়াত এ সঙ্গীতসাধকের ৯৬তম জন্মদিন উপলক্ষে তার স্মরণে আগামীকাল (বৃহস্পতিবার) সন্ধ্যা ৭টায় একাডেমি অফ পারফর্মিং আর্টসের উদ্যোগে নগরীর শিল্পকলা একাডেমির মুক্তমঞ্চে সঙ্গীতানুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

সংগীতানুষ্ঠানে মান্না দে’র গান পরিবেশন করবেন শিল্পী শাহরিয়ার খালেদ।
অনুষ্ঠানে সংগীতপ্রেমীদের উপস্থিত থাকার জন্য সংগঠনের পক্ষ থেকে অনুরোধ জানানো হয়েছে । অনুষ্ঠানটি সবার জন্য উন্মুক্ত।  

বাংলাদেশ সময়: ২১৩০ঘণ্টা, এপ্রিল ৩০,২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।