ঢাকা, শুক্রবার, ১৫ চৈত্র ১৪৩০, ২৯ মার্চ ২০২৪, ১৮ রমজান ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

শাহ আমানতে ৬০ লাখ টাকার সোনা উদ্ধার

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৫২ ঘণ্টা, এপ্রিল ৩০, ২০১৪
শাহ আমানতে ৬০ লাখ টাকার সোনা উদ্ধার ছবি: (ফাইল ফটো)

চট্টগ্রাম: চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে আসা দুটি ফ্লাইটের ৬ জন যাত্রীর কাছ থেকে এক কেজি ৪০০ গ্রাম ওজনের ১২টি স্বর্ণবার উদ্ধার করেছে কাস্টমস কর্তৃপক্ষ।

এসব স্বর্ণের বর্তমান বাজার মূল্য ৬০ লাখ টাকা।

বুধবার বিকেল সাড়ে চারটায় জেদ্দা থেকে আসা বাংলাদেশ বিমানের পাঁচজন যাত্রীর কাছ থেকে দুটি করে ১০টি এবং ওমান থেকে আসা ওমান এয়ারলাইন্সের একজন যাত্রীর কাছ থেকে দুটি স্বর্ণবার উদ্ধার করা হয়।

যাত্রীদের মানি ব্যাগ ও শরীরে তল্লাশি চালিয়ে এসব স্বর্ণ উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছেন চট্টগ্রাম কাস্টমসের সহকারী কমিশনার মশিউর রহমান মণ্ডল।


তিনি বাংলানিউজকে বলেন, জেদ্দা থেকে আসা বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটের পাঁচজন ‍যাত্রীর কাছ থেকে দুটি করে ১০টি এবং ওমান থেকে আসা ওমান এয়ারলাইন্সের এক যাত্রীর কাছ থেকে দুটিসহ মোট ১২টি স্বর্ণবার উদ্ধার করা হয়।

বাংলাদেশ সময়:১৮৫১ ঘণ্টা, এপ্রিল ৩০, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।