ঢাকা, শুক্রবার, ২৭ বৈশাখ ১৪৩১, ১০ মে ২০২৪, ০১ জিলকদ ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

রাবিতে হামলার প্রতিবাদে চবি ছাত্রলীগের বিক্ষোভ

চবি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৫৫ ঘণ্টা, এপ্রিল ৩০, ২০১৪
রাবিতে হামলার প্রতিবাদে চবি ছাত্রলীগের বিক্ষোভ ছবি: বাংলানিউজটোয়েন্টফোর.কম

চট্টগ্রাম: রাজশাহী বিশ্ববিদ্যালয়ে সংগঠনের দুই নেতার উপর হামলার প্রতিবাদে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল করেছে ছাত্রলীগ।

বুধবার দুপুর দেড়টায় বিশ্ববিদ্যালয়ের গোল চত্বর থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়ে ক্যাম্পাস প্রদক্ষিণ করে।

পরে, প্রশাসনিক ভবনের সামনে এসে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়।

সমাবেশে বক্তারা বলেন, পাকিস্তানের প্রেতাত্মা জামায়াত-শিবির দেশের শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে সন্ত্রাসের রাজত্বে পরিণত করেছে।
বিনা উষ্কানিতে প্রগতিশীল রাজনৈতিক নেতা-কর্মীসহ সাধারণ শিক্ষার্থীদের উপর হামলার মধ্য দিয়ে তারা মৌলবাদকে প্রতিষ্ঠা করতে চায়। এ চক্রান্তের বিরুদ্ধে স্বাধীনতার স্বপক্ষের সকল সংগঠনকে সোচ্চার হতে হবে।

সমাবেশে অনতিবিলম্বে হামলাকারীদের দৃষ্টান্তমূলক বিচার না হলে কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে বলে হুশিয়ারি করেন ছাত্রলীগ নেতারা।

সমাবেশে বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সহ-সভাপতি মোস্তফা সাইফুল ইসলাম রোমেন, সাব্বির আহমেদ চৌধুরী, সাধারণ সম্পাদক এম এ খালেদ চৌধুরী, যুগ্ম-সম্পাদক দিয়াজ ইরফান চৌধুরী, সাংগঠনিক সম্পাদক আলমগীর টিপু, এস এম আরিফুল ইসলাম, ধর্ম বিষয়ক সম্পাদক মো. মহসিন প্রমুখ।

বাংলাদেশ সময় : ১৭৪৫ ঘণ্টা, এপ্রিল ৩০, ২০১৪                                    

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।