ঢাকা, বৃহস্পতিবার, ১২ বৈশাখ ১৪৩১, ২৫ এপ্রিল ২০২৪, ১৫ শাওয়াল ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

তিনদিন ধরে নিখোঁজ স্কুল ছাত্র শান্ত

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭২৮ ঘণ্টা, এপ্রিল ৩০, ২০১৪
তিনদিন ধরে নিখোঁজ স্কুল ছাত্র শান্ত

চট্টগ্রাম: নগরীর ডবলমুরিং থানার খাজা আজমেরি উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণীর এক শিক্ষার্থীর তিনদিন ধরে খোঁজ মিলছেনা। ওই শিক্ষার্থীর নাম অনি পাটোয়ারী শান্ত (১৬)।



গত রোববার সকালে স্কুলে যাবার জন্য শান্ত বাসা থেকে বের হন। এরপর শান্তর আর খোঁজ পাওয়া যাচ্ছেনা।


এ ঘটনায় শান্তর বাবা নারায়ণ পাটোয়ারী ডবলমুরিং থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন।

জিডি’র তদন্ত কর্মকর্তা ডবলমুরিং থানার উপ-পরিদর্শক গোলাম কিবরিয়া বাংলানিউজকে বলেন, ‘আমরা শান্তর খোঁজে বিভিন্ন জায়গায় তল্লাশি চালাচ্ছি। এছাড়া শান্তর ব্যবহৃত মোবাইলটির সূত্র ধরে খোঁজ নেওয়া হচ্ছে। ’

পুলিশ  সূত্রে জানা গেছে, এক ভাই এক বোনের মধ্যে শান্ত বড়। নগরীর ডবলমুরিং থানার মগ পুকুর পাড় বড়ুয়াপাড়া এলাকার বাসা থেকে রোববার সকাল ১১টার দিকে স্কুলের পোশাক পরে শান্ত বের হন।

এরপর আর শান্ত ফেরত না এলে পরিবারের সদস্যরা স্কুল এবং বন্ধুবান্ধবের বাসায় তার খোঁজ করেন। কিন্তু কোথাও শান্তর খোঁজ পাওয়া যায়নি। এমনকি রোববার শান্ত স্কুলেও যাননি বলে পরিবারের সদস্যরা জানতে পারেন।

শান্তর বাবা নারায়ণ পাটোয়ারী বাংলানিউজকে বলেন,‘শনিবার রাতে পড়াশোনা না করায় সামান্য বকাঝকা করেছিলাম। রাগ করে সে রাতে ভাত খায়নি। সকালে আমি ঢাকায় চলে যায়। তার মা ছোট মেয়েটিকে স্কুলে পৌঁছে দিতে যায়। ঘরে আমার মা ছিল। এর ফাঁকে সে স্কুলের ড্রেস পরে বই নিয়ে স্কুলে যাওয়ার জন্য বেরিয়ে যায়। দুপুরে লাঞ্চ করার জন্য বাসায় আসেনি। তার মা ভেবেছিল পকেটে টাকা আছে বাইরে হয়তো কিছু খেয়ে নিয়েছে। কিন্তু স্কুল ছুটির পরও যখন ফিরে আসেনি তখন স্কুলে খোঁ‍জ নেওয়া হয়। স্কুল থেকে বলা হয় সে ক্লাসে যায়নি। ’

তিনি বলেন,‘খবর পেয়ে আমি ওইদিন রাতেই ঢাকা থেকে চলে আসি। পরে আত্মীয়-স্বজন এবং তার বন্ধু বান্ধবের বাসায় খোঁজ করেছি কিন্তু কোথাও পাইনি। আমার ছেলেতো বাইরে কখনো রাত কাটাইনি। তার মোবাইলটিও বন্ধ পাওয়া যাচ্ছে। ’

বাংলাদেশ সময়: ১৭২৭ ঘন্টা, এপ্রিল ৩০, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।