ঢাকা, বৃহস্পতিবার, ৫ বৈশাখ ১৪৩১, ১৮ এপ্রিল ২০২৪, ০৮ শাওয়াল ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

ইডিইউ’র বিবিএ শিক্ষার্থীদের সিমেন্ট কারখানা পরিদর্শন

চট্টগ্রাম প্রতিদিন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৫৯ ঘণ্টা, এপ্রিল ২৭, ২০১৪
ইডিইউ’র বিবিএ শিক্ষার্থীদের সিমেন্ট কারখানা পরিদর্শন ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

চট্টগ্রাম: ইস্ট ডেল্টা ইউনিভার্সিটির (ইডিইউ) বিবিএ অনুষদের মানবসম্পদ ব্যবস্থাপনা বিভাগের শিক্ষার্থীরা চট্টগ্রামের হাইডেলবার্গ সিমেন্ট কারখানা পরিদর্শন করেছেন। অনুষদের সহযোগী ডিন অধ্যাপক ড. মীর মোহাম্মদ নুরুল আবসার নাহিদের নেতৃত্বে বিশ্ববিদ্যালয়ের একটি দল প্রতিষ্ঠানটি পরিদর্শন করেন।



এই সময় শিক্ষার্থীরা পুরো কারখানা ঘুরে দেখেন। পরে প্রতিষ্ঠানটির কর্মকর্তাদের সঙ্গে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
হাইডেলবার্গ সিমেন্ট কারখানার ব্যবস্থাপক (মানবসম্পদ উন্নয়ন) মো. আলমগীর শিক্ষার্থীদের স্বাগত জানান। এসময় উপস্থিত ছিলেন কারখানার মানবসম্পদ বিভাগের কর্মকর্তা মো. ইমরান। কর্মকর্তারা শিক্ষার্থীদের সামনে প্রতিষ্ঠানটির মানবসম্পদ শাখার বিভিন্ন কার্যক্রম তুলে ধরেন।

ড. মীর মোহাম্মদ নুরুল আবসার নাহিদ বলেন,‘হাইডেলবার্গ ফ্যাক্টরি বিশ্বের শীর্ষস্থানীয় সিমেন্ট প্রস্তুতকারক প্রতিষ্ঠান। পতেঙ্গার রুবি সিমেন্ট তাদের গ্রুপের একটি অন্যতম ফ্যাক্টরি হিসেবে পরিচিত। ’

তিনি বলেন,‘তাদের মানবসম্পদ শাখার কার্যক্রমের বিষয়ে ব্যবহারিক জ্ঞান লাভ করতেই শিক্ষার্থীদের সেখানে নিয়ে যাওয়া হয়েছিল। এসময় সিমেন্ট কারখানা কর্তৃপক্ষ আমাদের আন্তরিকভাবে সহযোগীতা করেছেন। আমরা তাদের কাছে কৃতজ্ঞ। আগামীতেও প্রতিষ্ঠানটির কাছ থেকে এ ধরনের সহযোগিতা প্রত্যাশা করছি। ’

বাংলাদেশ সময়: ১৩৪৪ঘণ্টা, এপ্রিল ২৭, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।