ঢাকা, বুধবার, ১০ বৈশাখ ১৪৩১, ২৪ এপ্রিল ২০২৪, ১৪ শাওয়াল ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

সাতকানিয়ায় পুলিশ পরিচয়ে প্রতারণাকারী গৃহবধূ আটক

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৩১ ঘণ্টা, এপ্রিল ২৭, ২০১৪
সাতকানিয়ায় পুলিশ পরিচয়ে প্রতারণাকারী গৃহবধূ আটক ছবি: প্রতীকী

চট্টগ্রাম: চট্টগ্রামের সাতকানিয়ায় পুলিশের উপ-পরিদর্শক (এস আই) পরিচয় দিয়ে প্রতারণাকারী তাসলিমা আক্তার (৩৫) নামে এক গৃহবধূকে আটক করেছে পুলিশ।

শনিবার রাতে তাকে আটক করা হয়।



চট্টগ্রাম জেলা পুলিশের সাতকানিয়া সার্কেলের সহকারী পুলিশ সুপার (এএসপি) এ কে এম এমরান ভূঁইঞা বাংলানিউজকে জানান, তাসলিমার শ্বশুরবাড়ি সাতকানিয়ার কালিয়াইশ ইউনিয়নে। তিনি দীর্ঘদিন ধরে নিজেকে এস আই পরিচয় দিয়ে বিভিন্ন সরকারী দপ্তরে ফোন করে নানা ধরনের তদবির করত।
বেশ কয়েকবার থানায় ফোন করেও সে তদবির করেছে।

সর্বশেষ শনিবার রাতে তাসলিমা সার্কেল থানায় হাজির হয়ে নিজেকে এস আই বলে পরিচয় দেয়। এসময় পুলিশের সন্দেহ হলে তাকে কোথায় কর্মরত আছেন জিজ্ঞেস করা হয়। পুলিশের প্রশ্নের জবাবে তাসলিমা এলোমেলো উত্তর দিতে থাকে। এক পর্যায়ে পুলিশ সদস্যরা তাকে চ্যালেঞ্জ করলে তাসলিমা প্রতারণার বিষয়টি স্বীকার করেন।

এসময় পুলিশ তাকে আটক করে থানা হাজতে রাখে। তাসলিমা আক্তারের বাবার বাড়ি চাঁদপুরের হাজীগঞ্জে বলে জানা গেছে।

বাংলাদেশ সময়: ১১১৯ঘণ্টা, এপ্রিল ২৭,২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।