ঢাকা, শুক্রবার, ৬ বৈশাখ ১৪৩১, ১৯ এপ্রিল ২০২৪, ০৯ শাওয়াল ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

মানবাধিকার কমিশনের চট্টগ্রাম বিভাগীয় সম্মেলন অনুষ্ঠিত

চট্টগ্রাম প্রতিদিন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১১৬ ঘণ্টা, এপ্রিল ২৬, ২০১৪
মানবাধিকার কমিশনের চট্টগ্রাম বিভাগীয় সম্মেলন অনুষ্ঠিত ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

বাংলাদেশ মানবাধিকার কমিশনের উদ্যোগে চট্টগ্রাম বিভাগীয় সম্মেলন-২০১৪ অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকালে নগরীর মুসলিম ইনস্টিটিউট হলে এ সম্মেলন অনুষ্ঠিত হয়।



দুই অধিবেশনের এ অনুষ্ঠানের প্রথম অধিবেশনে সম্মেলন ও দ্বিতীয় অধিবেশনে ‘যুদ্ধাপরাধ ও বিচার: প্রেক্ষিত বাংলাদেশ’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়।

সম্মেলন প্রস্তুতি কমিটির আহ্বায়ক লায়ন জাফর উল্লাহ এম জে এফের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় স্বাগত বক্তব্য রাখেন সম্মেলন প্রস্তুতি কমিটির চেয়ারম্যান চট্টগ্রাম জেলা পিপি অ্যাডভোকেট আবুল হাশেম।
সম্মেলনে প্রধান অতিথি ছিলেন ব্যারিস্টার আমির উল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা ইকবাল ছোবহান চৌধুরী, পার্বত্য চট্টগ্রাম বিষয়ক সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি র আ ম ওবায়দুল মোক্তাদির চৌধুরী এম.পি, চট্টগ্রামের জেলা প্রশাসক মেজবাহ উদ্দিন, চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান আবদুচ ছালাম। প্রধান বক্তা ছিলেন বাংলাদেশ মানবাধিকার কমিশন কেন্দ্রিয় কমিটির মহাসচিব ড. সাইফুল ইসলাম দিলদার।

সম্মেলনে অন্যান্যদের বক্তব্য রাখেন বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রী তাজ উদ্দিন আহমেদ’র কন্যা লেখিকা শারমিন আহমেদ, ওয়াসার চেয়ারম্যান প্রকৌশলী ফয়েজ উল্যাহ, বাংলাদেশ মানবাধিকার কমিশন চট্টগ্রাম মহানগরের সাধারণ সম্পাদক সৈয়দ সিরাজুল ইসলাম কমু।

দ্বিতীয় অধিবেশনে সেমিনারে প্রবন্ধ উপস্থাপন করেন বাংলাদেশ মানবাধিকার কমিশন চট্টগ্রাম মহানগর সভাপতি অ্যাডভোকেট আবুল হাশেম। সেমিনারে আলোচক ছিলেন, ব্যারিস্টার আমির উল ইসলাম, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটর অ্যাডভোকেট রানা দাশগুপ্ত, লেখিকা শারমিন আহমেদ,

সেমিনারে বক্তারা বলেন, ইতিহাস বিকৃতি সর্বোচ্চ মানবাধিকার লঙ্ঘনের শামিল। ধর্মের নামে অপপ্রচার করে বিশৃঙ্খলা সৃষ্টি করা তাতেও মানবাধিকার লঙ্ঘিত হয়। সকল ধরনের মানুষ বাংলাদেশে সম-অধিকার পাক তা আমরা চাই। তাতে আমাদের মানবাধিকার  আন্দোলন স্বার্থক হবে।

বাংলাদেশ সময়:  ২১১৯ ঘণ্টা, এপ্রিল ২৬, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।