ঢাকা, বৃহস্পতিবার, ১২ বৈশাখ ১৪৩১, ২৫ এপ্রিল ২০২৪, ১৫ শাওয়াল ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

সীতাকুণ্ডে সাত ডাকাত গ্রেপ্তার

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৪৭ ঘণ্টা, এপ্রিল ২৬, ২০১৪
সীতাকুণ্ডে সাত ডাকাত গ্রেপ্তার ছবি: প্রতীকী

চট্টগ্রাম: চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার ছোট দারোগাহাট এলাকা থেকে সাত ডাকাতকে গ্রেপ্তার করেছে পুলিশ।

শুক্রবার গভীর রাত ৩টার দিকে সীতাকুণ্ড থানা পুলিশ তাদের গ্রেপ্তার করে।



সীতাকুণ্ড থানার ওসি ইফতেখার হাসান বাংলানিউজকে বলেন, সীতাকুণ্ডের ডাকাতদের কয়েকটি গ্রুপ আছে যারা ছোট ছোট গ্রুপে ভাগ হয়ে মহাসড়কের বিভিন্ন স্থানে অবস্থান নেয়। এরপর সুযোগ বুঝে গাড়ি আটকে কিংবা নিরীহ পথচারী, যাত্রীদের পেলে লুটপাট চালায়।
এ ধরনের একটি গ্রুপের সাতজন সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে।

গ্রেপ্তার হওয়া সাত ডাকাত হল, ফিরোজ খান (২২), মাসুদ(৩০), আলাউদ্দিন (২২), ইমতিয়াজ (২৪), জব্বার (২২), সোহেল (২২), ও ফারুক (২২)।

ওসি জানান, ডাকাতদের বিরুদ্ধে সুনির্দিষ্টভাবে ডাকাতির প্রস্তুতি নেয়ার অভিযোগে মামলা হয়েছে। শনিবার বিকেলে তাদের চট্টগ্রামের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের আদালতে হাজির করা হলে বিচারক তাদের কারাগারে পাঠান।

বাংলাদেশ সময়: ১৮৩৬ঘণ্টা, এপ্রিল ২৬,২০১৪ 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।