ঢাকা, শনিবার, ৭ বৈশাখ ১৪৩১, ২০ এপ্রিল ২০২৪, ১০ শাওয়াল ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

‘শিশুরাই দেশের প্রকৃত সম্পদ, তাদের প্রতি দায়িত্বশীল হতে হবে’

চট্টগ্রাম প্রতিদিন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১২৮ ঘণ্টা, এপ্রিল ২৬, ২০১৪
‘শিশুরাই দেশের প্রকৃত সম্পদ, তাদের প্রতি দায়িত্বশীল হতে হবে’ ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

চট্টগ্রাম: ভূমি প্রতিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদ বলেছেন,‘আজকের শিশুরাই আগামী দিনে জাতির কর্ণধার। দেশের প্রকৃত সম্পদ বলতে যা বোঝায় তা আসলে আমাদের এই শিশুরাই।

তাই তাদের প্রতি আমাদের দায়িত্বশীল হতে হবে। ’

শুক্রবার বিকালে নগরীর ডিসি হিলে দু’দিনব্যাপী শিশু উৎসবের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
এর আগে আমন্ত্রিত অতিথিদের নিয়ে বেলুন ও ফেস্টুন উড়িয়ে দু’দিনব্যাপী শিশু উৎসবের উদ্বোধন করেন শামসুল হক চৌধুরী এমপি।

আলোচনা সভা শেষে আমন্ত্রিত অতিথিরা নগর ও উপজেলার তিনশতাধিক প্রাইমারি ও কিন্ডারগার্টেন স্কুলের প্রায় দেড় হাজার শিশু শিক্ষার্থীর হাতে শিক্ষা উপকরণ ও কৃতিত্বের সনদ তুলে দেন।

শনিবার নগরীর কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে উৎসবের সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হবে।

অনুষ্ঠানে ভূমি প্রতিমন্ত্রী বলেন,‘শিশুরা হচ্ছে চারাগাছের মতো, এদেরকে যেভাবে গড়ে তোলা যায়, সেভাবেই গড়ে উঠবে। ’

শামসুল হক চৌধুরী এমপি বলেন,‘শিশুদের মননে সৃজনশীলতার বিকাশ ঘটানো আমাদের প্রত্যেকের নৈতিক দায়িত্ব। শিশুদের স্বপ্ন দেখাতে হবে। বঙ্গবন্ধুর সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তুলতে হলে তাদের প্রতি যত্নের কোনো বিকল্প নেই। ’

শিশু উৎসব উদযাপন পরিষদের চেয়ারম্যান সুখময় চৌধুরী বাবুর সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান বক্তা ছিলেন দৈনিক মুক্তবাণী পত্রিকার প্রকাশক ববিতা বড়ুয়া।

শিশুদের পাঠশালার পরিচালক সাংবাদিক শুকলাল দাশের সঞ্চালনায় এতে বিশেষ অতিথি ছিলেন দৈনিক বীর চট্টগ্রাম মঞ্চ সম্পাদক সৈয়দ উমর ফারুক, দৈনিক আজাদীর বার্তা সম্পাদক এ কে এম জহুরুল ইসলাম, খাগড়াছড়ি জেলার ভূমি সচিব মাহাবুবুর রহমান, লায়ন ডা: হাসানুজ্জামান, মাবিয়া গ্রুপের এমডি মোহাম্মদ জাহাঙ্গীর আলম, বাংলাদেশ দোকান মালিক সমিতির সিনিয়র সহ-সভাপতি ও উৎসবের কো-চেয়ারম্যান হাজী মোহাম্মদ সাহাব উদ্দিন, রোটারিয়ান এ্যাডভোকেট উত্তম কুমার দত্ত, সাবেক কাউন্সিলর শহীদুল আলম, ফুলকলির পরিচালক ইকবাল উদ্দিন, এজিএম রাসেল উদ্দিন, থাইল্যান্ড ফিস ফিডের এমডি লোকমান হায়দার রিয়াদ, আওয়ামী লীগ নেতা লায়ন শওকত আলী, বিজন চক্রবর্তী ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষক মাধব চন্দ্র দীপ।

স্বাগত বক্তব্য রাখেন শিশু উৎসবের মহাসচিব প্রকৌশলী সুদীপ বসাক। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন যুবলীগ কেন্দ্রীয় কমিটির সদস্য গিয়াস উদ্দিন সুজন, জাহেদুর রহমান সোহেল, মোহাম্মদ রাসেল, শিশুদের পাঠশালার সদস্য সচিব এ্যাডভোকেট যীশু কৃষ্ণ রক্ষিত, পাঠশালার উপ-পরিচালক মিন্টু কুমার দাশ, দেবাশীষ দত্ত ক্রেডিট, অভিজিত রায় পুলক, সুরঞ্জিত শীল, সজল দাশ, সৈয়দ শিবলী ছাদেক কফিল, জয়নাল চৌধুরী আজাদ, অনুপম দেবনাথ পাভেল, এ এইচ এম কাউসার, গোলাম সারওয়ার, লোকমান হোসেন, উজ্জ্বল দত্ত, দিদারুল আলম, আমীর হোসেন, জুয়েল দাশ, ডাল্টন ভৌমিক, বোখারী আজম, শাহেদ মিজান, অরুন রশ্নি দত্ত, নোবেল শিকদার তাপস, তপন দাশ প্রমুখ। পরে খুদে শিল্পীরা সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করে।

সমাপনী অনুষ্ঠান : শিশুদের পাঠশালার সমাপনী অনুষ্ঠান শুরু হবে শনিবার বেলা দুইটায় নগরীর কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে। অনুষ্ঠানসূচির মধ্যে থাকছে- আলোচনা সভা, নগরীর সুবিধাবঞ্চিত শিশুদের মাঝে শিক্ষাসামগ্রী বিতরণ, চিরায়ত বাংলার পিঠা ও ফল প্রদর্শনী, বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয়, শিশুদের আঁকা চিত্রকর্ম প্রদর্শনী, শিশুতোষ চলচ্চিত্র প্রদর্শনী ও জনপ্রিয় যাদুশিল্পীর যাদু প্রদর্শনী।

এতে সভাপতিত্ব করবেন পাঠশালার পরিচালক শুকলাল দাশ। প্রধান অতিথি থাকবেন অধ্যাপক ড. গাজী সালেহ উদ্দিন। বিশেষ অতিথি থাকবেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের যোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের শিক্ষক মাধব দীপ।

‘চলো স্বপ্ন দেখি, উড়াই স্বপ্ন ঘুড়ি’ প্রত্যয়ে ১৪ বছর ধরে মহানগর ও জেলার বিভিন্ন উপজেলার শিশুদের মেধা ও মননের বিকাশে কাজ করে যাচ্ছে শিশুদের পাঠশালা। শিশুদের চেতনার সৃজনশীল বিকাশই পাঠশালার প্রধান উদ্দেশ্য।

বাংলাদেশ সময়: ১১২৫ ঘণ্টা, এপ্রিল ২৬, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।