ঢাকা, শুক্রবার, ১৩ বৈশাখ ১৪৩১, ২৬ এপ্রিল ২০২৪, ১৬ শাওয়াল ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

বাকলিয়ায় পোশাক কারখানায় আগুন

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০২০ ঘণ্টা, এপ্রিল ২৬, ২০১৪
বাকলিয়ায় পোশাক কারখানায় আগুন ছবি: প্রতীকী

চট্টগ্রাম: চট্টগ্রাম নগরীর বাকলিয়া থানার নতুন চাক্তাই এলাকায় অথেনটিক গার্মেণ্টস নামে একটি পোশাক কারখানায় অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। এতে প্রায় পাঁচ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।



শুক্রবার গভীর রাত দেড়টার দিকে এ অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে।

নগরীর আগ্রাবাদস্থ ফায়ার সার্ভিসের কন্ট্রোল রুমের অপারেটর সাহেদুর রহমান বাংলানিউজকে জানান, বৈদ্যুতিক গোলযোগ থেকে চারতলা কারখানার দ্বিতীয় তলায় ফিনিশিং বিভাগে রাত ১টা ২৫ মিনিটে আগুনের সূত্রপাত হয়।
খবর পেয়ে ফায়ার সার্ভিসের তিনটি গাড়ি ঘটনাস্থলে যায়।

দমকল কর্মীরা প্রায় একঘণ্টা চেষ্টা চালিয়ে রাত আড়াইটার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে। আগুনে ফিনিশিং বিভাগের বিভিন্ন যন্ত্রাংশ এবং তৈরি পোশাক পুড়ে গেছে।

সাহেদুর রহমান জানান, রাতে কারখানাটিতে কোন শ্রমিক-কর্মচারী ছিলনা। কারখানার নিরাপত্তারক্ষী ফায়ার সার্ভিসে খবর দিলে তারা গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন।

বাংলাদেশ সময়: ১০১৮ ঘণ্টা, এপ্রিল ২৬, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।