ঢাকা, বৃহস্পতিবার, ১২ বৈশাখ ১৪৩১, ২৫ এপ্রিল ২০২৪, ১৫ শাওয়াল ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

হালিশহরে মাটির নিচে গুলি-গ্রেনেড

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯০৬ ঘণ্টা, এপ্রিল ২৪, ২০১৪
হালিশহরে মাটির নিচে গুলি-গ্রেনেড ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

চট্টগ্রাম: চট্টগ্রাম নগরীর হালিশহর আবাসিক এলাকায় একটি নির্মাণাধীন ভবনের পাইলিংয়ের কাজ করার সময় মাটির নিচে আট’শ ৬০ রাউন্ড গুলি ও গ্রেনেডসহ অস্ত্রের বিভিন্ন সরঞ্জাম পাওয়া গেছে।

খবর পেয়ে বৃহস্পতিবার বিকেল সাড়ে ৫টার দিকে পুলিশ ঘটনাস্থলে গিয়ে গুলি, গ্রেনেড ও সরঞ্জামগুলো উদ্ধার করে।



হালিশহর আবাসিক এলাকার বি-ব্লকের ১৬ নম্বর রোডে আমেরিকা প্রবাসী নাসির উদ্দিনের নির্মাণাধীন ভবনের স্থানে এসব অস্ত্রশস্ত্র পাওয়া গেছে। পুলিশের ধারণা, একাত্তরে মুক্তিযুদ্ধের সময় অস্ত্রশস্ত্রগুলো মাটির নিচে মজুদ রাখা হয়েছিল।


উদ্ধার হওয়া গুলি-গ্রেনেডের মধ্যে আছে, থ্রি নট থ্রি রাইফেলের ৭৫০ রাউন্ড গুলি, সাব মেশিন কার্বাইন(এসমসি) নাইন এমএম পিস্তলের ৩০ রাউন্ড গুলি ও রিভলবারের ৮০ রাউন্ড গুলি, ২টি গ্রেনেড, থ্রি নট থ্রি রাইফেলের ম্যাগজিন ১টি এবং থ্রি নট থ্রি রাইফেলের বোল্ড ১টি।

হালিশহর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সৈয়দ আবু মোহাম্মদ শাহজাহান কবির বাংলানিউজকে বলেন, মাটির প্রায় ১০-১২ ফুট নিচে গুলি ও গ্রেনেডগুলো পাওয়া গেছে। এগুলো সব নিষ্ক্রিয়। একাত্তর সালে হয়তো মুক্তিযোদ্ধারা মাটির নিচে গুলিগুলো লুকিয়ে রেখেছিলো।

নির্মাণাধীন ভবনের মালিক নাসির উদ্দিনের ছোট ভাই মোহাম্মদ হাফেজ বাংলানিউজকে বলেন, ২০০৫ সালে জায়গাটা আমার ভাই কিনে নেয়। তখন এখানে সেমি পাকা ঘর ছিল। কিছুদিন আগে সেমিপাকা ঘর ভেঙ্গে ফেলা হয়েছে। এরপর ভবন নির্মাণের কাজ শুরু করি।

তিনি বলেন, ভবনের পাইলিংয়ের কাজ করা সময় মাটির নিচে বিপুল পরিমান গুলি দেখে পুলিশকে খবর দেয়া হয়। পুলিশ এসে গুলিগুলো উদ্ধার করে।  

বাংলাদেশ সময়: ১৮৪৩ঘণ্টা, এপ্রিল ২৪, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
welcome-ad