ঢাকা, শনিবার, ৭ বৈশাখ ১৪৩১, ২০ এপ্রিল ২০২৪, ১০ শাওয়াল ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

চবিতে ছাত্রলীগের দুই গ্রুপের সংঘর্ষে আহত ৫

চবি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৪২ ঘণ্টা, এপ্রিল ২৪, ২০১৪
চবিতে ছাত্রলীগের দুই গ্রুপের সংঘর্ষে আহত ৫

চট্টগ্রাম: আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের দুই পক্ষের মধ্যে সংঘর্ষে পাঁচজন আহত হয়েছে। এ ঘটনায় ১০ জনকে আটক করেছে পুলিশ।



বৃহস্পতিবার বেলা সোয়া ১২টার দিকে সমাজ বিজ্ঞান অনুষদের ঝুপড়িতে তুষার ও আরমান হেলালীর সমর্থকদের মধ্যে এ সংঘর্ষ হয়।

পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, কয়েক ধরে চবি শাটল ট্রেনের বগি ভিত্তিক সংগঠন ‘একাকার’ গ্রুপের দুই পক্ষের মধ্যে উত্তেজনা চলে আসছিল।
এরই জের ধরে বৃহস্পতিবার দুপুরে সমাজ বিজ্ঞান ঝুপড়িতে উভয় পক্ষের কথাকাটাকাটি হয়। এর এক পর্যায়ে তুষার গ্রুপের সমর্থকরা আরমান হেলালীর সমর্থকদের উপর হামলা করলে সংঘর্ষ বাধে।

খবর পেয়ে বিশ্ববিদ্যালয় প্রক্টর সিরাজ-উদ-দৌলা ঘটনাস্থলে উপস্থিত হয়ে আহত পাঁচজনকে উদ্ধার করে মেডিক্যাল সেন্টারে পাঠায়।

সিরাজ-উদ-দৌলা বাংলানিউজকে বলেন, সমাজ বিজ্ঞান ঝুপড়িতে ছাত্রলীগের দুই পক্ষের সংঘর্ষে পাঁচজন আহত হয়েছে। তাদের উদ্ধার করে মেডিক্যাল সেন্টারে পাঠানো হয়েছে।

সংঘর্ষে জড়িত শিক্ষার্থীদের বিরুদ্ধে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ আইনানুগ ব্যবস্থা নেবে বলে জানান তিনি।

কোন কারণ ছাড়াই তুষারের সমর্থকরা হামলা করেছে বলে অভিযোগ করেছে আরমান হেলালীর সমর্থকরা।

নৃবিজ্ঞান বিভাগের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী প্রসেনজিত বাংলানিউজকে বলেন, ঝুপড়িতে আড্ডা দেওয়ার সময় কোন কারণ ছাড়াই তুষারের নেতৃত্বে হামলা হয়।

হাটহাজারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.ইসমাইল বাংলানিউজকে বলেন, আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ছাত্রলীগের দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হলে পরিস্থিতি শান্ত হয়। পরে দুই পক্ষের সংঘর্ষের ঘটনায় ১০জনকে আটক করা হয়।

বাংলাদেশ সময়: ১৩৪১ ঘণ্টা, এপ্রিল ২৪, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।