ঢাকা, বৃহস্পতিবার, ৫ বৈশাখ ১৪৩১, ১৮ এপ্রিল ২০২৪, ০৮ শাওয়াল ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

শাহ আমানতে দুই নারীসহ ৫ রোহিঙ্গা আটক

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২২৮ ঘণ্টা, এপ্রিল ২৩, ২০১৪
শাহ আমানতে দুই নারীসহ ৫ রোহিঙ্গা আটক ছবি : সংগৃহীত

চট্টগ্রাম: চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর থেকে দুই নারীসহ পাঁচ রোহিঙ্গাকে আটক করেছে সিভিল এভিয়েশন কর্তৃপক্ষ।

পাসপোর্ট জালিয়াতির মাধ্যমে সৌদি আরব ও দুবাই যাওয়ার সময় তাদের আটক করা হয়েছে বলে জানিয়েছেন চট্টগ্রাম শাহ আমানত বিমানবন্দর ম্যানেজার উইং কমান্ডার নুর-ই-আলম।



আটক পাঁচজনের মধ্যে তিনজন ফ্লাই দুবাই এয়ারলাইন্সের যাত্রী। বাকি দুইজন এয়ার এরাবিয়ার একটি ফ্লাইটে করে শারজাহ যাচ্ছিলেন।


নুর-ই-আলম বলেন, দুবাই এবং শারজাহ যাওয়ার জন্য পাঁচ রোহিঙ্গা জেদ্দা যাওয়ার জন্য কাউন্টার থেকে বোডিং কার্ড নিতে লাইনে দাড়ান। এসময় দায়িত্বরত সিভিল এভিয়েশনের কর্মকর্তাদের সন্দেহ হলে তাদের আটক করা হয়।

আটকের পর তাদের পতেঙ্গা থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছেন নুর-ই- আলম।

বাংলাদেশ সময়:২২১০ঘণ্টা, এপ্রিল ২৩, ২০১৪ 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
welcome-ad