ঢাকা, শুক্রবার, ১৫ চৈত্র ১৪৩০, ২৯ মার্চ ২০২৪, ১৮ রমজান ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

চট্টগ্রামের ৪৭ শিক্ষা প্রতিষ্ঠানে বই দিয়েছে বিশ্ব সাহিত্য কেন্দ্র

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৩৭ ঘণ্টা, এপ্রিল ২৩, ২০১৪
চট্টগ্রামের ৪৭ শিক্ষা প্রতিষ্ঠানে বই দিয়েছে বিশ্ব সাহিত্য কেন্দ্র ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

চট্টগ্রাম: বইপড়া কর্মসুচির আওতায় নগরীর ৪৭টি শিক্ষা প্রতিষ্ঠানে বই হস্তান্তর করেছে বিশ্বসাহিত্য কেন্দ্র। বুধবার দুপুরে চট্টগ্রাম প্রেসক্লাব মিলনায়তনে এক অনুষ্ঠানের মাধ্যমে শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকদের হাতে বইগুলো তুলে দেওয়া হয়।



বই হস্তান্তর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশ্বসাহিত্য কেন্দ্রের পরিচালক শরিফ মো. মাসুদ, বিকাশ লিমিটেডের হেড অব মার্কেটিং আসিফ আহমেদ এবং চট্টগ্রাম সিটি কর্পোরেশনের প্রধান শিক্ষা কর্মকর্তা অধ্যাপক মো. শহিদুল্লাহ, অধ্যাপক আলেক্স আলিম।

বিশ্বসাহিত্য কেন্দ্রের পরিচালিত বইপড়া কর্মসুচিকে সহায়তা প্রদানের লক্ষ্যে মোবাইল ফোনের মাধ্যমে আর্থিক সেবাদানকারী প্রতিষ্ঠান ‘বিকাশ’ চলতি বছরে ৩৪ হাজার কপি বই প্রদান করেছে।
এসব বই দেশের বিভিন্ন স্থানে পরিচালিত বইপড়া কর্মসুচির আওতায় ৪৬০টি শিক্ষা প্রতিষ্ঠানে হস্তান্তর করা হচ্ছে। এ ধারাবাহিকতায় দেশভিত্তিক উৎকর্ষ কার্যক্রমের আওতায় বুধবার চট্টগ্রাম নগরীর ৪৭টি শিক্ষা প্রতিষ্ঠানে বই হস্তান্তর করা হয়েছে।

অনুষ্ঠানে বিশ্বসাহিত্য কেন্দ্রের পরিচালক শরিফ মো. মাসুদ বলেন,‘আশা করছি একাডেমিক লেখাপড়ার পাশাপাশি এই সব বই কোমলমতি ছাত্রছাত্রীদের মানসিক বিকাশে অনেক বেশি সহায়ক হবে। ’ তিনি এ ধরনের কর্মসুচিতে সহায়তা প্রদানের জন্য বিকাশ কর্তৃপক্ষকে ধন্যবাদ জানান।

বিকাশ এর হেড অব মার্কেটিং আসিফ আহমেদ বলেন,‘ছাত্রছাত্রীরা বই পড়ে আলোকিত মানুষ হিসেবে গড়ে উঠলে বাংলাদেশও আলোকিত হবে। বিশ্বসাহিত্য কেন্দ্রের এ ধরনের কর্মসূচির সাথে যুক্ত হতে পেরে আমরাও আনন্দিত। ’

বাংলাদেশ সময়:  ১৯৩৫ ঘণ্টা, এপ্রিল ২৩, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।