ঢাকা, বৃহস্পতিবার, ৫ বৈশাখ ১৪৩১, ১৮ এপ্রিল ২০২৪, ০৮ শাওয়াল ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

বৃহস্পতিবার আইডিএফের বিশ বছর পূর্তি অনুষ্ঠান

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮২১ ঘণ্টা, এপ্রিল ২৩, ২০১৪
বৃহস্পতিবার আইডিএফের বিশ বছর পূর্তি অনুষ্ঠান ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

চট্টগ্রাম: বিশ বছর পূর্তি উপলক্ষে আলোচনা সভা, স্মৃতিচারণ, পুরষ্কার বিতরণী ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করেছে বেসরকারি সংস্থা ইন্টিগ্রেটেড ডেভেলপমেন্ট ফাউন্ডেশন(আইডিএফ)। বৃহস্পতিবার দিনব্যাপী এ অনুষ্ঠান নগরীর মুসলিম ইনস্টিটিউটে অনুষ্ঠিত হবে।



বুধবার দুপুরে চট্টগ্রাম প্রেসক্লাব মিলনায়তনে এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান বিশ বছর পূর্তি উদযাপন কমিটির আহবায়ক জওহর লাল দাশ। এসময় উপস্থিত ছিলেন- আইডিএফ নির্বাহী পরিচালক জহিরুল ইসলাম, কো-অর্ডিনেটর আহমদ ইউসূপ হারুন, সিনিয়র সহকারি কো-অর্ডিনেটর মহিউদ্দিন আহমেদ কাউসার, সহকারি কো-অর্ডিনেটর মো. শাহ আলম, কো-অর্ডিনেটর(সোলার) মো. ইসহাক।


বাংলাদেশের দরিদ্র জনগোষ্ঠীকে সমন্বিত কর্মসুচির মাধ্যমে দারিদ্রের দুষ্টু চক্র থেকে বের করে আনতে ২০ বছর ধরে চালানো সংস্থাটির বিভিন্ন কার্যক্রমের সার সংক্ষেপ সংবাদ সম্মেলনে তুলে ধরা হয়।

আইডিএফের নির্বাহী পরিষদের সদস্য অধ্যাপক শহিদুল আমিন চৌধুরী সভাপতিত্বে আইডিএফের দিনব্যাপী পূর্তি উদযাপন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে থাকার কথা রয়েছে সাবেক মূখ্য সচিব ও পল্লী কর্মসহায়ক ফাউন্ডেশনের (পিকেএসএফ) ব্যবস্থাপনা পরিচালক মো. আবদুল করিম। অতিথি হিসেবে থাকার কথা রয়েছে বিভাগীয় কমিশনার মোহাম্মদ আবদুল্লাহ, পিকেএসএফ’র উপ ব্যবস্থাপনা পরিচালক ড. জসীম উদ্দিন, উদ্দীপনের নির্বাহী পরিচালক মো. এমরানুল হক চৌধুরী, মমতা’র প্রধান নির্বাহী রফিক আহমদ।

বাংলাদেশ সময়: ১৮২১ ঘণ্টা, এপ্রিল ২৩, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
welcome-ad