ঢাকা, শনিবার, ৬ বৈশাখ ১৪৩১, ২০ এপ্রিল ২০২৪, ১০ শাওয়াল ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

পুলিশের সঙ্গে টেম্পু বাহিনীর বন্দুক যুদ্ধ, গুলিবিদ্ধ ১

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪১৫ ঘণ্টা, এপ্রিল ২৩, ২০১৪
পুলিশের সঙ্গে টেম্পু বাহিনীর বন্দুক যুদ্ধ, গুলিবিদ্ধ ১ ছবি: প্রতীকী

চট্টগ্রাম: নগরীর পাঁচলাইশ থানার খতিবের হাট হাদু মাঝির পাড়া এলাকায় পুলিশের সঙ্গে স্থানীয় সন্ত্রাসীদের বন্দুক যুদ্ধের ঘটনা ঘটেছে। বন্দুকযুদ্ধে রাসেল নামে এক সন্ত্রাসী গুলিবিদ্ধ হয়েছেন।

একই ঘটনায় আহত হয়েছেন রহিম নামে পুলিশের এক উপ-সহকারি পরিদর্শক (এএসআই)। এসময় ৩টি ছোরা ১টি দেশীয় এলজি এবং ৬ রাউন্ড গুলিসহ তিন সন্ত্রাসীকে আটক করেছে পুলিশ।


বুধবার সকাল সাড়ে এগারোটার দিকে ২০মিনিটব্যাপী এ বন্দুক যুদ্ধের ঘটনা ঘটে।

আহত রহিম ছাড়া আটক বাকি দুইজন হলেন মো. আনিস ও সাইফুল। আটক সন্ত্রাসীরা সকলেই সিএমপির তালিকাভুক্ত সন্ত্রাসী ইসমাইল হোসেন টেম্পুর অনুসারী।

পাঁচলাইশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবু জাফর মো. ওমর ফারুক বাংলানিউজকে জানান, এক ব্যবসায়ীর কাছে সন্ত্রাসীদের এ চক্রটি পাঁচ লাখ টাকা চাঁদা দাবি করেছিল।

ব্যবসায়ী পাঁচ লাখ টাকা না দিয়ে ২০ হাজার টাকা আদায় করে। এতে ক্ষিপ্ত হয়ে সকালে গ্রুপের ৫-৬ জন সন্ত্রাসী ওই ব্যবাসয়ীকে মারধর করে। ঘটনার খবর পেয়ে পুলিশ সন্ত্রাসীদের ধরতে গেলে তারা পুলিশকে লক্ষ্য করে গুলি ছোঁড়ে। আত্মরক্ষার্থে পুলিশও পাল্টা গুলি ছুঁড়লে রাসেল গুলিবিদ্ধ হয়। এসময় স্থানীয় জনতা সংঘবদ্ধ হয়ে এগিয়ে এসে আনিস ও সাইফুল নামে দুই সন্ত্রাসীকে গণপিঠুনি দিয়ে পুলিশে সোপর্দ করে।

তিনি বলেন,‘আহত রাসেলসহ তিন সন্ত্রাসী পুলিশের হাতে আটক আছেন। গ্রুপের বাকি সন্ত্রাসীদের ধরতে অভিযান অব্যাহত  রয়েছে। ’

বাংলাদেশ সময়: ১৪০০ ঘণ্টা, এপ্রিল ২৩, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।