ঢাকা, মঙ্গলবার, ১০ বৈশাখ ১৪৩১, ২৩ এপ্রিল ২০২৪, ১৩ শাওয়াল ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

ফুটপাত দখল

ছাত্রলীগের দু’গ্রুপে হাতাহাতি, আটক ২

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২২০ ঘণ্টা, এপ্রিল ২১, ২০১৪
ছাত্রলীগের দু’গ্রুপে হাতাহাতি, আটক ২

চট্টগ্রাম: নগরীর ঐতিহ্যবাহী জব্বর মিয়ার বলী খেলা ও বৈশাখী মেলা উপলক্ষে ফুটপাত দখল নিয়ে স্থানীয় ছাত্রলীগের দু’গ্রুপের মধ্যে দু’দফা হাতাহাতি ও ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে।

সোমবার সন্ধ্যা সাড়ে ছয়টা এবং রাত সোয়া নয়টার দিকে এ ঘটনা ঘটে।



প্রত্যক্ষদর্শীরা জানান, সন্ধ্যায় স্থানীয় ছাত্রলীগের দু’টি গ্রুপ আমানত শাহ’র দরগাহর সামনে ফুটপাত দখল নিয়ে বাকবিতণ্ডায় জড়িয়ে পড়ে। বাকবিতণ্ডার একপর্যায়ে উভয়গ্রুপের কর্মীদের মধ্যে হাতাহাতি ও ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটলে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনলেও রাত সোয়া নয়টার দিকে পূণরায় উভয় গ্রুপের মধ্যে উত্তেজনা দেখা দেয়।
এসময় তাদের মধ্যে পূণরায় ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। ধাওয়া-পাল্টা ধাওয়া চলাকালে উভয় গ্রুপের কর্মীরা রাম-ছুরি, হকিস্টিকসহ ধারালো অস্ত্রশস্ত্র নিয়ে মহড়া দেয়।

কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মহিউদ্দিন সেলিম বাংলানিউজকে বলেন,‘সন্ধ্যার দিকে দু’টি গ্রুপের মধ্যে সংঘর্ষের আশঙ্ক্ষা দেখা দিলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং দুই জনকে আটক করে। পরে উভয় গ্রুপ আবার জড়ো হওয়া পুলিশ পূণরায় ঘটনাস্থলে গেছে। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। ’

বাংলাদেশ সময়: ২২১৫ ঘণ্টা, এপ্রিল ২১, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।