ঢাকা, শুক্রবার, ১৪ চৈত্র ১৪৩০, ২৯ মার্চ ২০২৪, ১৮ রমজান ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

হাটহাজারীতে আগুনে পুড়েছে ১৪ বসতঘর

চবি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৫৮ ঘণ্টা, এপ্রিল ২১, ২০১৪
হাটহাজারীতে আগুনে পুড়েছে ১৪ বসতঘর

চট্টগ্রাম: হাটহাজারী উপজেলার ধলই ইউনিয়নের পশ্চিম ধলই টেন্ডল বাড়ীতে আগুনে ১৪টি বসতঘর পুড়ে গেছে। সোমবার সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।



পরে এলাকাবাসী ও ফায়ার সার্ভিস কর্মীরা প্রায় দুই ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স হাটহাজারী স্টেশন কর্মকর্তা জহিরুল ইসলাম বাংলানিউজকে বলেন,‘সন্ধ্যা ছয়টার দিকে পশ্চিম ধলই টেন্ডল বাড়ীতে আগুনের সুত্রপাত হয়।
মুহূর্তেই আগুন বাড়ির অন্যান্য ঘরে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে ফায়ার সার্ভিস কর্মীরা প্রায় দুই ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। আগুনে শাহ আলম, মো. আইয়ূব, মো.তৈয়ব, সুমন, কায়েস, আবু, সাদ্দাম, শাহজাহান, মো.শুক্কুর, মো.মুছা, মো.জাফর, আলী, লোকমান ও মনির চৌধুরীর মোট ১৪টি বসতঘর পুড়ে যায়। তবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতি নিরূপণ এখনো সম্ভব হয়নি। ’

বাংলাদেশ সময়: ২০৫৭ ঘণ্টা, এপ্রিল ২১, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।