ঢাকা, শুক্রবার, ১৫ চৈত্র ১৪৩০, ২৯ মার্চ ২০২৪, ১৮ রমজান ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

‘লেখালেখি শুরু করেছিলাম ভালো চাকরি পাবার আশায়’

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২৫৫ ঘণ্টা, এপ্রিল ১২, ২০১৪
‘লেখালেখি শুরু করেছিলাম ভালো চাকরি পাবার আশায়’ ছবি: কথাসাহিত্যিক সেলিনা হোসেন

‘কোন বড় লেখক হওয়ার স্বপ্ন থেকে নয়, লেখালেখি শুরু করেছিলাম ভালো চাকরি পাবার আশায়। চাকরিতে পদোন্নতি পেতে সুবিধার কথা ভেবে ১৯৬৮ সালে শিক্ষকের পরামর্শে প্রথম উপন্যাস ‘উৎস হতে নিরন্তর’ বইটি লিখেছিলাম।



শনিবার সন্ধ্যা ৬টায় নগরীর জামাল খান বই বিপণী কেন্দ্র বাতিঘরে ‘আমার জীবন আমার রচনা’ শীর্ষক অনুষ্ঠানে পাঠকের মুখোমুখি হয়েছিলেন দেশের জনপ্রিয় কথাসাহিত্যিক সেলিনা হোসেন। এসময় তিনি এসব কথা বলেন।


সেলিনা হোসেন বলেন,‘প্রতিটি উপন্যাসই জীবনোপলব্ধি থেকে লিখেছি। শ্রমজীবি মানুষ, প্রতিবেশী নারী-পুরুষের সম্পর্কের জটিলতার বাঁক আমি তুলে ধরা চেষ্টা করেছি আমার রচনায়। আমার লেখালেখিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে বাংলা একাডেমি। এই প্রতিষ্ঠানে কর্মরত থাকাকালীন আমি অনেকের সহযোগিতা পেয়েছি। ’

হিল্লোল দত্তের উপস্থাপনায় অনুষ্ঠানের শুরুতে সঙ্গীত পরিবেশন করেন ঋতুপর্না দে। এরপর সেলিনা হোসেনের সাহিত্যকর্ম নিয়ে বক্তব্য রাখেন কবি ও সাংবাদিক আবুল মোমেন।

পিএইচপি পরিবারের সহযোগিতায় আয়োজিত অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন চট্টগ্রাম কলেজের সাবেক অধ্যক্ষ ইফতেখার আহমদ খান, সাবেক উপাধ্যক্ষ শুক্লা ইফতেখার, পিএইচ পি গ্রুপের ভাইস চেয়ারম্যান মোহাম্মদ মহসীন চৌধুরী, প্রাবন্ধিক ফেরদৌসী আরা আলীম, এনায়েত বাজার মহিলা কলেজের অধ্যক্ষ তহুরনা সবুর ডালিয়া, চট্টগ্রাম প্রেসক্লাবের সিনিয়র সহ সভাপতি কবি রাশেদ রউফ, কবি আকতার হোসেইন, গল্পকার কামরুজ্জামান জাহাঙ্গীর, কবি জিন্নাহ চৌধুরী। অনুষ্ঠানে উৎসুক পাঠকদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন কথাসাহিত্যিক সেলিনা হোসেন।

বাংলাদেশ সময়: ২২৪৫ঘণ্টা, এপ্রিল ১২, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।