ঢাকা, শুক্রবার, ১২ বৈশাখ ১৪৩১, ২৬ এপ্রিল ২০২৪, ১৬ শাওয়াল ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

চট্টগ্রাম প্রেসক্লাবে পহেলা বৈশাখে বর্ণাঢ্য আয়োজন

চট্টগ্রাম প্রতিদিন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬০১ ঘণ্টা, এপ্রিল ১২, ২০১৪
চট্টগ্রাম প্রেসক্লাবে পহেলা বৈশাখে বর্ণাঢ্য আয়োজন

চট্টগ্রাম: পহেলা বৈশাখে প্রতিবছরের মত এবারও দিনব্যাপী বর্ণাঢ্য অনুষ্ঠানের আয়োজন করেছে চট্টগ্রাম প্রেসক্লাব। দেশের অন্যতম মোবাইল অপারেটর রবি আজিয়াটার সহযোগিতায় প্রেসক্লাব সদস্য এবং তাদের পরিবার নিয়ে এ আনন্দ আয়োজন অনুষ্ঠিত হবে।



সোমবার প্রেসক্লাবের ইঞ্জিনিয়ার আবদুল খালেক মিলনায়তনে সকাল সাড়ে ৯ টায় উৎসবের উদ্বোধন করবেন চট্টগ্রামের জেলা প্রশাসক মেসবাহ উদ্দিন।  

প্রেসক্লাবের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ওইদিন সকাল ১০ টায় নারী সাংবাদিক সম্মাননা প্রদান করা হবে।
সকাল সাড়ে ১০ টায় গান, বাঁশির সুর ও কথামালার সমন্বয়ে রয়েছে বর্ণাঢ্য সাংস্কৃতিক পর্ব।

সার্বিক অংশগ্রহণের মধ্য দিয়ে বাঙালির জাতীয় এ উৎসবকে উপভোগ্য করার জন্য সব সদস্যদের প্রতি আহ্বান জানিয়েছেন প্রেসক্লাব সভাপতি আলী আব্বাস, সাধারণ সম্পাদক মহসিন চৌধুরী ও সাংস্কৃতিক সম্পাদক রূপম চক্রবর্তী।

বাংলাদেশ সময়: ১৫৫০ঘণ্টা, এপ্রিল ১২,২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।