bangla news

চট্টগ্রাম বন্দরে বিদেশি জাহাজকে জরিমানা

102 |
আপডেট: ২০১৪-০৪-১১ ১১:০৫:০০ এএম
ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

চট্টগ্রাম বন্দরের নিউমুরিং কন্টেইনার টার্মিনালের(এসসিটি) ১ নম্বর জেটিতে অবস্থানরত একটি জাহাজকে ৫০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

চট্টগ্রাম: চট্টগ্রাম বন্দরের নিউমুরিং কন্টেইনার টার্মিনালের(এসসিটি) ১ নম্বর জেটিতে অবস্থানরত একটি জাহাজকে ৫০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

অতিরিক্ত পণ্য পরিবহনের অভিযোগে পানামার পতাকাবাহী সিনার সানজির নামে কন্টেইনারবাহী জাহাজটিকে এ জরিমানা করা হয়। জাহাজটির স্থানীয় এজেন্ট আপিএল।

শুক্রবার দুপুরে জাহাজে অভিযান চালানোর পর বিকেল পাঁচটায় চট্টগ্রাম বন্দরের নির্বাহি ম্যাজিস্ট্রেট ড. অনুপম সাহা এ জরিমানা করেন।

বন্দর সূত্রে জানা গেছে, মালয়েশিয়ার পোর্ট কেলাং থেকে ছেড়ে আসা ১৭১ দশমিক ৯০ মিটার দৈর্ঘের ৯ মিটার ড্রাফ্টের বৃহস্পতিবার চট্টগ্রাম বন্দরে নোঙ্গর করে।

বাংলাদেশ সময়:২০৫০ঘণ্টা, এপ্রিল ১১, ২০১৪

        ইউটিউব সাবস্ক্রাইব করুন  

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

Alexa
cache_14 2014-04-11 11:05:00