ঢাকা, বৃহস্পতিবার, ১৪ চৈত্র ১৪৩০, ২৮ মার্চ ২০২৪, ১৭ রমজান ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

কাজী জাফরের কর্মী সম্মেলন পণ্ড

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭১২ ঘণ্টা, এপ্রিল ১১, ২০১৪
কাজী জাফরের কর্মী সম্মেলন পণ্ড ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

চট্টগ্রাম: হুসেইন মুহাম্মদ এরশাদ অনুসারীদের পাল্টা অবস্থানে পণ্ড হয়ে গেছে কাজী জাফর আহমদ নেতৃত্বাধীন জাতীয় পার্টির কর্মী সম্মেলন।

শুক্রবার দুপুর তিনটায় নগরীর মুসলিম হলে সংগঠনের মহানগর শাখার কর্মী সম্মেলন অনুষ্ঠিত হওয়ার কথা ছিল।



মুসলিম হলের নিকটে অবস্থিত কেন্দ্রীয় শহীদ মিনার এলাকায় হুসেইন মুহাম্মদ এরশাদ অনুসারীরা পাল্টা সমাবেশের ডাক দিলে পুলিশ দলের কোন অংশকেই সমাবেশ করতে দেয়নি।

দুপর তিনটায় ঘটনাস্থলে গিয়ে কাজী জাফরের নেতৃত্বাধীন জাতীয় পার্টির কোন নেতাকর্মীকে দেখা যায়নি।
এসময় মুসলিম হলকে ঘিরে বিপুল সংখ্যক পুলিশ মোতায়েন ছিল। পুলিশ সদস্যরা হলের অভ্যন্তরে কাউকে প্রবেশ করতে দেয় নি।

একইসময়ে অদূরের থিয়েটার ইনস্টিটিউটের সামনেও অবস্থান নেয় পুলিশ সদস্যরা। মহানগর জাতীয় পার্টির সভাপতি সোলাইমান আলম শেটের নেতৃত্বে হুসেইন মুহাম্মদ এরশাদ অনুসারীরা মিছিল নিয়ে শহীদ মিনারে আসতে চাইলে পুলিশ তাদের বাধা দেয়।

হুসেইন মুহাম্মদ এরশাদ নেতৃত্বাধীন জাতীয় পার্টির মহানগর সাধারণ সম্পাদক তপন চক্রবর্তী বাংলানিউজকে বলেন,‘আমরা আমাদের নেতা হুসেইন মুহাম্মদ এরশাদের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে গত ২ এপ্রিল সমাবেশের ঘোষণা দিয়েছিলাম। পুলিশ আমাদের শহীদ মিনারে যেতে দেয়নি। ’

কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহিউদ্দিন সেলিম বাংলানিউজকে বলেন,‘দু’পক্ষের পাল্টাপাল্টি সমাবেশকে কেন্দ্র করে সংঘর্ষের আশঙ্ক্ষা ছিল। তাই যারাই সমাবেশ করতে এসেছে সরিয়ে দিয়েছি। ’

প্রসঙ্গত, কাজী জাফর নেতৃত্বাধীন জাতীয় পার্টির ডাকা কর্মী সম্মেলনে জাফর ছাড়াও বিএনপির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান আবদুল্লাহ আল নোমান, মহানগর বিএনপির সভাপতি আমীর খসরু মাহমুদ চৌধুরীসহ সংগঠনের উর্ধ্বতন নেতৃবৃন্দ উপস্থিত থাকার কথা ছিল।

পুলিশকে দোষারোপ করলেন কাজী জাফর

কর্মী সম্মেলনে বাধা সৃষ্ঠি করায় পুলিশকে দোষারোপ করেছেন কাজী জাফর। সম্মেলন করতে না পারার প্রতিক্রিয়ায় বিকাল সাড়ে তিনটায় চট্টগ্রাম প্রেসক্লাবে আয়োজিত এক প্রেসব্রিফিংয়ে তিনি এ অভিযোগ করেন।

কাজী জাফর বলেন,‘পুলিশের ভূমিকায় আমরা হতবাক। তারা সম্পূর্ণ অন্যায়ভাবে আমাদের পূর্ব ঘোষিত কর্মী সম্মেলন করতে দেয়নি। ’

তিনি অভিযোগ করেন,‘আমাদের জাতীয় পার্টির নেতাকর্মীদের পুলিশ বাধা দিয়েছেন, কিন্তু আওয়ামীপন্থী জাতীয় পার্টির নেতাকর্মীদের নিয়ে তারা নির্বিকার। ’

সংবাদ সম্মেলনে মহানগর ও দক্ষিণ জেলার কার্যকরি কমিটি ঘোষণা দেন কাজী জাফর।

কাজী জাফরের কুশপুত্তলিক দাহ

শহীদ মিনারে সমাবেশ করতে না পেরে কাজীর দেউড়িতে এসে প্রতিবাদ করে হুসেইন মুহাম্মদ অনুসারী জাতীয় পার্টির নেতাকর্মীরা। প্রতিবাদ সভায় কাজী জাফরের কুশপুত্তলিকা পোড়ায় তারা।

প্রতিবাদ সভায় সোলায়মান আলম শেট বলেন,‘চট্টগ্রামে হুসেইন মুহাম্মদ এরশাদের বাইরে আর কারো অধীনে জাতীয় পার্টির অস্থিত্ব মেনে নেওয়া হবে না। ’

এসময় কাজী জাফরকে ‘মীর জাফর’ বলে উল্লেখ করেন তিনি।

বাংলাদেশ সময়: ১৭০০ ঘণ্টা, এপ্রিল ১১, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।