ঢাকা, শুক্রবার, ৬ বৈশাখ ১৪৩১, ১৯ এপ্রিল ২০২৪, ০৯ শাওয়াল ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

আট নাবিকসহ কর্ণফুলীতে থাইল্যান্ডের ট্রলার আটক

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২০৮ ঘণ্টা, এপ্রিল ১১, ২০১৪
আট নাবিকসহ কর্ণফুলীতে থাইল্যান্ডের ট্রলার আটক ছবি: ফাইল ফটো

চট্টগ্রাম: অবৈধ অনুপ্রবেশের দায়ে কর্ণফুলী থেকে থাইল্যান্ডের একটি ফিশিং ট্রলার আটক করেছে কোস্টগার্ড। এ ঘটনায় ট্রলারের ৮ নাবিককে আটক করা হয়েছে।



বৃহস্পতিবার রাতে এফভি নাননাভি নামে ফিশিং ট্রলারটি করা হয়। জাহাজের ৮জন নাবিকের মধ্যে ৫ জন থাইল্যান্ড এবং তিনজন মিয়ানমারের নাগরিক।


কোস্টগার্ড পূর্ব জোনের অপারেশন কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার মো.মহিউদ্দিন বাংলানিউজকে বলেন, ফিশিং ট্রলারটি বাংলাদেশের জলসীমায় অবৈধভাবে প্রবেশ করায় আটক করা হয়েছে।

এ ঘটনায় কর্ণফুলী থানায় একটি মামলা দায়ের করা হযেছে জানিয়ে তিনি বলেন, আটক আট নাবিককে থানায় হস্তান্তর করা হবে।

বাংলাদেশ সময়:১১৫০ঘণ্টা, এপ্রিল ১১, ২০১৪






বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।