ঢাকা, শুক্রবার, ১৩ বৈশাখ ১৪৩১, ২৬ এপ্রিল ২০২৪, ১৬ শাওয়াল ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

কর্ণফুলী দূষণ

বন্দরে বিদেশি জাহাজকে ১ লাখ টাকা জরিমানা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৩৮ ঘণ্টা, এপ্রিল ১০, ২০১৪
বন্দরে বিদেশি জাহাজকে ১ লাখ টাকা জরিমানা

চট্টগ্রাম: কর্ণফুলী দুষণের দায়ে চট্টগ্রাম বন্দরের ১০ জেটিতে অবস্থারত একটি বিদেশি জাহাজকে ১ লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

পানামার পতাকাবাহী স্টার অফ লাক নামে জাহাজটির স্থানীয় এজেন্ট কনসোর্টিয়াম বাংলাদেশ।

বৃহস্পতিবার বিকেলে চট্টগ্রাম বন্দরের নির্বাহি ম্যাজিস্ট্রেট ড. অনুপম সাহা এ জরিমানা করেন।

তিনি বাংলানিউজকে বলেন, জাহাজটি কালো ধোয়া নির্গমনের মাধ্যমে কর্ণফুলী দূষণ করেছে।
তাই এক লাখ টাকা জরিমানা করা হয়েছে।

তিনি বলেন, পানামা পতাকাবাহী জাহাজটি কর্ণফুলী দূষণ করছে এমন অভিযোগের ভিত্তিতে বৃহস্পতিবার দুপুরে জাহাজটিতে অভিযান পরিচালনা করা হয়। এসময় অভিযোগের সত্যতা পাওয়া যায়।

বন্দর সূত্রে জানা গেছে, মালয়েশিয়ার পোর্ট কেলাং থেকে আসা কন্টেইনারবাহী জাহাজটি বৃহস্পতিবার সকালে চট্টগ্রাম বন্দরের ১০ নম্বর জেটিতে নোঙ্গর করে।

বাংলাদেশ সময়:২১২০ঘণ্টা, এপ্রিল ১০, ২০১৪ 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।