ঢাকা, শুক্রবার, ৬ বৈশাখ ১৪৩১, ১৯ এপ্রিল ২০২৪, ০৯ শাওয়াল ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

চবির মূল ফটক বন্ধ করে ছাত্রলীগের প্রতিবাদ

চবি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৩২ ঘণ্টা, এপ্রিল ১০, ২০১৪
চবির মূল ফটক বন্ধ করে ছাত্রলীগের প্রতিবাদ

চট্টগ্রাম : হাটহাজারীর নন্দীর হাট রেল স্টেশনে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) ছাত্রলীগের এক সহ সভাপতিসহ তিন নেতাকে ধাওয়া দিয়েছে দুর্বৃত্তরা। এর প্রতিবাদে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের মূল ফটক বন্ধ করে বিক্ষোভ করেছে ছাত্রলীগের ‍একাংশ।



বৃহষ্পতিবার রাত আটটার দিকে ছাত্রলীগ কর্মীরা ফটক বন্ধ করে দিয়ে ক্যাম্পাসে মিছিলের মাধ্যমে বিক্ষোভ শুরু করে। এ ঘটনার প্রায় ১৫ মিনিট পর বিশ্ববিদ্যালয় প্রক্টরিয়াল বডির সদস্যরা ঘটনাস্থলে উপস্থিত হলে ছাত্রলীগ নেতাকর্মীরা মূল ফটক খুলে দেয়।


এর আগে, বিশ্ববিদ্যালয় স্টেশন থেকে সাড়ে পাঁচটায় ছেড়ে আসা শাটল ট্রেনটি নন্দীর হাট স্টেশনে পোঁছালে ট্রেনে থাকা ছাত্রলীগ নেতাদের ধাওয়া দেয় দুর্বৃত্তরা।

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর সিরাজ উদ দৌলাহ বাংলানিউজকে বলেন,  ছাত্রলীগের সহ সভাপতি সাব্বির আহমেদ চৌধুরী,  গ্রন্থনা ও প্রকাশনা সম্পাদক হাবিবুর রবিন ও গণশিক্ষা বিষয়ক সম্পাদক রুপম বিশ্বাসকে নন্দীরহাট রেল ষ্টেশন এলাকায় ধাওয়া করে। এসময় হামলাকারিরা ছাত্রলীগ নেতাকর্মীদেরে লক্ষ্য করে পাথরও নিক্ষেপ করে। তবে এ ঘটনায় কেউ হতাহত হয়নি।

সংগঠনের তিন নেতাকে ধাওয়া দেয়ার ঘটনা ক্যাম্পাসে ছড়িয়ে পড়লে ছাত্রলীগ কর্মীদের মধ্যে উত্তেজনা দেখা দেয়। রাত ৯টা ২৫ মিনিটে এ প্রতিবেদন লেখার সময় পর্যন্ত বিক্ষুব্ধ ছাত্রলীগ কর্মীরা জড়ো হয়ে বিশ্ববিদ্যালয়ের গোল চত্বর ও রেল স্টেশন এলাকায় অবস্থান করছেন।

ছাত্রলীগ সূত্র জানায়, সম্প্রতি ক্যাম্পাসে বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের এক সাবেক সাধারণ সম্পাদককে জুতার মালা পরিয়ে লাঞ্ছনার প্রতিবাদে এ ঘটনা ঘটেছে। তবে, এ বিষয়ে জানতে চাইলে কোন মন্তব্য করতে রাজী হননি ধাওয়ার শিকার হওয়া বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সহ সভাপতি সাব্বির আহমেদ।

হাটহাজারী থানার পরিদর্শক (তদন্ত) আবুল কাশেম ভূঁইয়া বাংলানিউজকে বলেন,‘কিছু দূর্বৃত্ত ছাত্রলীগের কয়েকজন নেতার উপর হামলার চেষ্টা করেছে। আমরা তাদের ধরতে চেষ্টা চালাচ্ছি। পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশ সতর্ক রয়েছে। ’

বাংলাদেশ সময়: ২১৩১ ঘণ্টা, এপ্রিল ১০, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
welcome-ad