ঢাকা, শনিবার, ১৪ বৈশাখ ১৪৩১, ২৭ এপ্রিল ২০২৪, ১৭ শাওয়াল ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

বিপুল পরিমাণ ভারতীয় কাপড়সহ আটক ৩

চবি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০১৫ ঘণ্টা, এপ্রিল ১৮, ২০১৪
বিপুল পরিমাণ ভারতীয় কাপড়সহ আটক ৩ ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

চট্টগ্রাম: সীতাকুন্ড কদম রসুল ইস্ট ওয়েস্ট টার্মিনাল এলাকায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ভারতীয় শাড়ী, থ্রীপিচ সহ তিনজনকে আটক করেছে র‌্যাব।

শুক্রবার সকালে র‌্যাব-৭ এর অতিরিক্ত পুলিশ সুপার সুজ্ঞান চাকমা ও এএসপি মো. আমিরুল ইসলামের নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়।



আটককৃতরা হলেন মো. আরিফ হোসেন শাওন(২৩), মো. শরীফ উদ্দিন(২৮) ও গাড়ীর চালক মো. আলিফ (৪৪)।

র‌্যাব-৭ এর স্টাফ অফিসার মো.মফিজুল ইসলাম বাংলানিউজকে জানান, অবৈধভাবে বিপুল পরিমাণ ভারতীয় কাপড় চট্টগ্রাম নগরীতে আনা হচ্ছে বলে জানতে পারে র‌্যাব।
এমন সংবাদের ভিত্তিতে র‌্যাব-৭ এর একটি দল সীতাকুণ্ড ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সীতাকুণ্ড কদম রসুল এলাকায় আগে থেকেই ওঁত পেতে থাকে।

কাপড় ভর্তি ট্রাকটি ওই এলাকায় এলে আটক করে তল্লাশী চালানো হয়। এসময় এক হাজার ৯৪ পিচ্ ভারতীয় শাড়ী, ৩০২ পিচ্ ভারতীয় থ্রি-পিচসহ একটি ট্রাক (চট্ট মেট্রো-ড-১১৪৯) আটক করা হয়।

এসব কাপড়ের বর্তমান বাজার মূল্য ৭৭ লাখ টাকা। এ ঘটনায় জড়িতদের বিরুদ্ধে মামলা দায়ের করা হবে বলে

বাংলাদেশ সময়: ২০০০ঘণ্টা, এপ্রিল ১৮, ২০১৪ 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।