ঢাকা, শুক্রবার, ৬ বৈশাখ ১৪৩১, ১৯ এপ্রিল ২০২৪, ০৯ শাওয়াল ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

সাতকানিয়ায় দু’শিবির ক্যাডার গ্রেপ্তার

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৪২ ঘণ্টা, এপ্রিল ৫, ২০১৪
সাতকানিয়ায় দু’শিবির ক্যাডার গ্রেপ্তার ছবি: প্রতীকী

চট্টগ্রাম: জামায়াতের ঘাঁটি হিসেবে পরিচিত চট্টগ্রামের সাতকানিয়া উপজেলায় দুর্ধর্ষ দুই শিবির ক্যাডারকে গ্রেপ্তার করেছে পুলিশ।

শনিবার দুপুর সোয়া ২টার দিকে উপজেলার মধ্যম রামপুরা এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।



এরা হল, আব্দুল জলিল (২৮) ও মো.সেলিম ওরফে বোমা সেলিম (২৭)।

সাতকানিয়া থানার ওসি এস এম খালেদ হোসেন বাংলানিউজকে জানান, আব্দুল জলিল ও সেলিম সাতকানিয়ার কেরাণীহাটসহ আশপাশের এলাকায় জামায়াত-শিবিরের নাশকতায় নেতৃত্ব দিত।


২০১৩ সালের ২৮ ফেব্রুয়ারি দেলাওয়ার হোসাইন সাঈদীর ফাঁসির রায় ঘোষণার পর থেকে এবং হরতাল-অবরোধে পুরো পৌরসভা এলাকায় জলিল ও সেলিম গাড়ি ভাংচুর, গাছ কেটে সড়ক অবরোধ, পুলিশের উপর হামলাসহ বিভিন্ন সহিংস তাণ্ডব ঘটাত।

নাশকতার অভিযোগে সাতকানিয়া থানায় দায়ের হওয়া অধিকাংশ মামলার এজাহারে তাদের নাম আছে। এদের মধ্যে সেলিম একটি মামলা সাজা পরোয়ানাভুক্ত আসামী।

গত ৫ জানুয়ারির সংসদ নির্বাচনে পর জলিল ও সেলিম আড়ালে চলে গিয়েছিল। কিন্তু উপজেলা নির্বাচনকে কেন্দ্র করে তারা আবারও প্রকাশ্যে আসে। খবর পেয়ে পুলিশ দুপুরে অভিযান চালিয়ে দু’জনকে গ্রেপ্তার করতে সক্ষম হয়।

ওসি জানান, নাশকতার অভিযোগে দায়ের হওয়া মামলাগুলোতে দু’জনকে গ্রেপ্তার দেখানো হয়েছে।

বাংলাদেশ সময়: ১৯৪২ ঘণ্টা, এপ্রিল ০৫,২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।