ঢাকা, শুক্রবার, ১৩ বৈশাখ ১৪৩১, ২৬ এপ্রিল ২০২৪, ১৬ শাওয়াল ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

শিক্ষার উন্নয়নে সরকার কাজ করে যাচ্ছে—মন্ত্রী মোশাররফ

মিরসরাই প্রতিনিধি | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৫৬ ঘণ্টা, এপ্রিল ৫, ২০১৪
শিক্ষার উন্নয়নে সরকার কাজ করে যাচ্ছে—মন্ত্রী মোশাররফ ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

মিরসরাই প্রতিনিধি : বাংলানিউজ-মিরসরাই কন্ঠ কুইজ প্রতিযোগীতার পুরস্কার বিতরন  অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শনিবার দুপুরে মিরসরাই পাইলট উচ্চ বিদ্যালয় চত্বরে আয়োজিত পুরস্কার বিতরনী অনুষ্ঠানে গৃহায়ন ও গনপূর্ত মন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।

পরে মন্ত্রী মিরসরাই মডেল পাইলট উচ্চ বিদ্যালয়ে প্রায় আড়াই কোটি ব্যয়ে নির্মিত নতুন একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন, মেধাবী শিক্ষার্থীদের পুরস্কার বিতরন ও বিদ্যালয় মার্কেটের উদ্বোধন করেন।

এসময় মন্ত্রী বলেন, এ ধরনের প্রতিযোগীতা শিক্ষার্থীদের লেখা পড়ায় আগ্রহ বাড়ায়।

 
তিনি বলেন, শিক্ষার উন্নয়নে সরকার সফলভাবে কাজ করে যাচ্ছে। বছরের প্রথমদিন শিক্ষার্থীদের হাতে নতুন বই তুলে দেওয়ার বিষয়টি উল্লেখ করে তিনি বলেন, অতীতে কোন সরকার এমনটি না পারলেও বর্তমান সরকার শতবাধা এড়িয়ে সঠিক সময়ে শিক্ষার্থীদের কাছে বই পৌছে দিচ্ছে। তাই বর্তমানে শিক্ষার হার বাড়ছে এবং দেশ উন্নয়নের দিকে এগিয়ে যাচ্ছে।

মন্ত্রী কুইজ বিজয়ী ৬ষ্ঠ শ্রেনীর তাসনিম মাহবুব, এমএম মনোয়ার হোসেন, নাফিজুর রহমান, ৭ম শ্রেনীর উজ্জল কর্মকার, নিশান চন্দ্র শীল, অভন্তি অন্তরা অর্পা, ৮ম শ্রেনীর আরমান কবির, মাছুদা আক্তার, মেহরুল আলম প্রান্ত, ৯ম শ্রেণীর শাহরিয়ার ফারদিন মিশু, তানবির হোসেন, সাদিয়া সুলতান রিফাত, ১০ ম শ্রেনীর আজহার উদ্দিন শান্ত, এনি সূত্র দর, সুমনা মজুমদারেরর হাতে পুরস্কার তুলে দেন।

এ সময় অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন উপজেলা আ'লীগের সাধারন সম্পাদক জাহাঙ্গীর কবির, বিদ্যালয়ের সভাপতি মেয়র এম শাহজাহান, চেয়ারম্যান জাফর চৌধুরী, প্রধান শিক্ষক মো. মহিউদ্দিন, মাস্টার এনামূল হক, মিরসরাই কন্ঠের নির্বাহী সম্পাদক মু. রিগান উদ্দিন, মিরসরাই পৌর আ'লীগের সভাপতি গিয়াস উদ্দিন, উপজেলা আ'লীগ নেতা সাইফুল্লাহ দিদার, আমির হোসেন, সিরাজুল ইসলাম শিক্ষক দিদারুল আলম, হোসাইন সবুজ, কাজি ফরহাদ রানা, সরোয়ার তুহিন, সবুজ দাশ প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৬৪৫ ঘণ্টা, এপ্রিল ০৫, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।