ঢাকা, বৃহস্পতিবার, ১২ বৈশাখ ১৪৩১, ২৫ এপ্রিল ২০২৪, ১৫ শাওয়াল ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

চবিতে আ.লীগ নেতাকে লাঞ্চিত করল ছাত্রলীগ

চবি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫২০ ঘণ্টা, এপ্রিল ৫, ২০১৪
চবিতে আ.লীগ নেতাকে লাঞ্চিত করল ছাত্রলীগ ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

চট্টগ্রাম: চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ছাত্রলীগের নেতাকর্মীদের হাতে লাঞ্চিত হয়েছেন আওয়ামী লীগের কেন্দ্রীয় উপ কমিটির সহ সম্পাদক ও চবি ছাত্রলীগের সাবেক সাধারন সম্পাদক নাছির করিম চৌধুরী বাবুল। সাবেক মেয়র ও নগর আওয়ামী লীগের সভাপতি এবিএম মহিউদ্দিন চৌধুরীর উপস্থিতিতেই এ ঘটনা ঘটেছে।



শনিবার বেলা ১২টার দিকে কেন্দ্রীয় লাইব্রেরী অডিটরিয়ামে চবি’র সাবেক উপচার্য প্রফেসর ড.আবু ইউসুফ আলমের স্মরণসভায় এ ঘটনা ঘটে।

তবে বিশ্ববিদ্যালয় শিক্ষকদের হস্তক্ষেপে পরিস্থিতি দ্রুত শান্ত হয়।
বঙ্গবন্ধুর আর্দশ বাস্তবায়ন শিক্ষক পরিষদ এ অনুষ্ঠানের আয়োজন করেন।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, বেলা ১২টার দিকে প্রধান অতিথি অনুষ্ঠানস্থলে উপস্থিত হলে নাছির করিম চৌধুরী বাবুল মঞ্চের দিকে যান। এ সময় চবি ছাত্রলীগ নেতা ইংরেজী ৩য় বর্ষের ছাত্র রুবেল দে ও ইসলামের ইতিহাস বিভাগের মাষ্টার্স’র ফরহাদ তাকে এসে লাঞ্চিত করে। এতে তাদের মধ্যে কথা কাটাকাটি হয়।

এ সময় অনুষ্ঠানস্থলে হট্টগোল সৃষ্টি হয়। পরবর্তীতে বিশ্ববিদ্যালয় শিক্ষকদের হস্তক্ষেপে পরিস্থিতি শান্ত হয়।

এ ব্যাপারে নাছির করিম চৌধুরী বাবুল বাংলানিউজকে বলেন, ছোট ভাইদের সাথে সামান্য ভুলবুঝাবুঝি হয়েছে। পরে তারা ভুলের জন্য অনুতপ্ত হয়েছে।

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর সিরাজ উদ দৌলাহ বাংলানিউজকে বলেন, এখনও পর্যন্ত ঘটনার ব্যাপারে কেউ অভিযোগ করেনি। যদি অভিযোগ করে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা গ্রহন করা হবে।

এ ব্যাপারে বঙ্গবন্ধু আদর্শ বাস্তবায়ন শিক্ষক পরিষদের আহ্বায়ক ড.গাজী সালেহ উদ্দিনের সাথে যোগাযোগ করার চেষ্টা করেও তাকে পাওয়া যায়নি।

বাংলাদেশ সময়: ১৫১০ঘণ্টা, এপ্রিল ০৫,২০১৪ 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।