ঢাকা, শনিবার, ১৪ বৈশাখ ১৪৩১, ২৭ এপ্রিল ২০২৪, ১৭ শাওয়াল ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

অসাম্প্রদায়িক চেতনার নব জাগরণ শুরু হয়েছে

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০৪৮ ঘণ্টা, এপ্রিল ৫, ২০১৪
অসাম্প্রদায়িক চেতনার নব জাগরণ শুরু হয়েছে ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

সুনামগঞ্জ: অর্থ প্রতিমন্ত্রী এম এ মান্নান বলেছেন, বাঙালি সংস্কৃতি, পূর্ব-পুরুষদের ঐতিহ্যে ফিরে আসার নবজাগরণ শুরু হয়েছে।

শুক্রবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে সরকারি জুবিলি উচ্চ বিদ্যালয়ের মাঠে তিন দিনব্যাপী অনুষ্ঠিত লোক উৎসবের দ্বিতীয় দিনে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন।



সুনামগঞ্জ পুলিশ সুপার হারুন অর রশিদের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্যে এম এ মান্নান বলেন, হাছন রাজার গানে অসাম্প্রদায়িক চেতনা ফুটে উঠেছে।   তার গান আমাদেরকে অসাম্প্রদায়িক চেতনায় উদ্বুদ্ধ করে।


প্রতিমন্ত্রী আরো বলেন, অসাম্প্রদায়িক চেতনা নিয়ে বাঙালি জাতি আজ একুশ শতকের দিকে এগিয়ে যাচ্ছে।

লোক কবি রাধারমণ, মরমী কবি হাছন রাজা ও বাউল সম্রাট শাহ আব্দুল করিম স্মরণে সংস্কৃতি মন্ত্রনালয়ের সহযোগিতায় এ লোক উৎসব আয়োজিত হচ্ছে।

বাংলাদেশ সময়:  ০০৪৬  ঘণ্টা, এপ্রিল ০৫, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।