ঢাকা, শুক্রবার, ১৩ বৈশাখ ১৪৩১, ২৬ এপ্রিল ২০২৪, ১৬ শাওয়াল ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

সীতাকুণ্ডে শিপইয়ার্ডে বিষাক্ত গ্যাসে মৃত্যুর ঘটনায় মামলা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৫০ ঘণ্টা, এপ্রিল ৪, ২০১৪
সীতাকুণ্ডে শিপইয়ার্ডে বিষাক্ত গ্যাসে মৃত্যুর ঘটনায় মামলা

চট্টগ্রাম: সীতাকুণ্ডের কদমরসুল এলাকায় শিপ ব্রেকিং ইয়ার্ডে বিষাক্ত গ্যাসে আক্রান্ত হয়ে চারজনের মৃত্যুর মৃত্যুর ঘটনায় মামলা দায়ের করেছে পুলিশ।

মামলায় ঠিকাদার প্রতিষ্ঠানের দুইজনকে আসামী করা হলেও শিপইয়ার্ড মালিকপক্ষের কাউকে আসামী করা হয়।



অবহেলার অভিযোগ এনে শুক্রবার সীতাকুণ্ড থানার উপ-পরিদর্শক(এসআই) মোজাম্মেল হক বাদী হয়ে এ মামলা করেন।

মামলায় বিছমিল্লাহ ট্রেডের আবুল বশর ও জসিম উদ্দিনকে আসামি করা হয়েছে বলে জানিয়েছেন সীতাকুণ্ড থানার সেকেন্ট অফিসার দেলোয়ার।


বৃহস্পতিবার দুপুরে সীতাকুণ্ডের কদমরসুল এলাকায় আরেফিন এন্টারপ্রাইজ শিপ ব্রেকিং ইয়ার্ডে বিষাক্ত গ্যাসে আক্রান্ত হয়ে চারজনের মৃত্যু হয়। এছাড়া একই ঘটনায় আরো দুই জন অসুস্থ হয়ে হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন।

বাংলাদেশ সময়:২১৫১ ঘণ্টা, এপ্রিল ০৪, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।