ঢাকা, শুক্রবার, ১৪ চৈত্র ১৪৩০, ২৯ মার্চ ২০২৪, ১৮ রমজান ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

প্রকৌশলীর বাসায় শিশু গৃহকর্মীর রহস্যজনক মৃত্যু

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮০৪ ঘণ্টা, এপ্রিল ৪, ২০১৪
প্রকৌশলীর বাসায় শিশু গৃহকর্মীর রহস্যজনক মৃত্যু ছবি: প্রতীকী

চট্টগ্রাম: গৃহায়ন ও গণপূর্ত বিভাগের এক প্রকৌশলীর বাসায় মো. জাকির হোসেন(১২) নামে এক শিশু গৃহকর্মীর রহস্যজনক মৃত্যু হয়েছে।

শুক্রবার ‍দুপুরে ২টার দিকে এ ঘটনা ঘটে।

জাকির লক্ষীপুর জেলা সদরের সৈয়দপুর গ্রামের নুর হোসেনের সন্তান।

চট্টগ্রাম মেডেক্যাল কলেজ হাসপাতালের পুলিশ ফাঁড়ির নায়েক বাশার বাংলানিউজকে বলেন, বাসার ছাদের রেলিং এর সঙ্গে গলায় রশি দিয়ে আত্মহত্যার চেষ্টা করে জাকির।
আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে আনা হলে দায়িত্বরত চিতিৎসক তাকে মৃত ঘোষণা করেন।  

বাশার জানান, নগরীর সিএন্ডবি মসজিদ কলোনীর ৬/২ ভবনের নিচ তলায় গৃহায়ন ও গণপূর্ত বিভাগ-১ এর সহকারী প্রকৌশলী নওশাদ জামানের বাসায় গৃহকর্মী হিসেবে কর্মরত ছিল জাকির।

তবে কতদিন ধরে ওই বাসায় কাজ করছে সে বিষয়ে তথ্য দিতে কেউ রাজি হয়নি বলে জানান তিনি।

নওশাদ জামান কুমিল্লা জেলার নাঙ্গলকোট থানার মগুরা গ্রামের মৃত ওসমান গনির সন্তান। তিনি নগরীর কোতোয়ালী থানার রহমতগঞ্জ এলাকায় গৃহায়ন ও গণপূর্ত বিভাগ-১ এর সহকারী প্রকৌশলী হিসেবে কর্মরত।

এ বিষয়ে কথা বলার জন্য নওশাদ জামানের মোবাইলে একাধিকবার কল দেওয়া হলেও তিনি রিসিভ করেননি।

বাংলাদেশ সময়:১৭৫০ঘণ্টা, এপ্রিল ০৪, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।