ঢাকা, শুক্রবার, ১৫ চৈত্র ১৪৩০, ২৯ মার্চ ২০২৪, ১৮ রমজান ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

আঁতুরার ডিপোতে আগুনে পুড়েছে ফার্নিচারের দোকান

স্টাফ করেসপন্ডেন | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১২৫ ঘণ্টা, এপ্রিল ৪, ২০১৪
আঁতুরার ডিপোতে আগুনে পুড়েছে ফার্নিচারের দোকান

চট্টগ্রাম: নগরীর পাঁচলাইশ থানার আঁতুরার ডিপো এলাকায় একটি আসবাব পত্রের দোকান পুড়ে গেছে। এতে ৭ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।



বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে শুক্রবার সকাল ৮টার দিকে আগুনের সূত্রপাত হয় বলে জানা গেছে।  

খবর পেয়ে নগরীর বায়েজিদ ফায়ার স্টেশনের একটি ইউনিটের দুটি গাড়ি ঘটনাস্থলে গিয়ে প্রায় দেড়ঘণ্টা চেষ্টা চালিয়ে সকাল সাড়ে ৯টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে।


বায়েজিদ ফায়ার স্টেশনের সিনিয়র স্টেশন অফিসার ফখরুদ্দিন বাংলানিউজকে জানান, শুক্রবার সকাল ৮টার দিকে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে নগরীর আঁতুরার ডিপো এলাকায় একটি আসবাব পত্রের দোকানে আগুন লাগে।

তিনি বলেন, খবর পেয়ে বায়েজিদ ফায়ার স্টেশনের দুটি গাড়ি ঘটনাস্থলে গিয়ে প্রায় দেড়ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।

আবুল কাসেমের মালিকানাধীন সেমিপাকা দোকানে থাকা আসবাবপত্র পুড়ে ৭ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে জানান তিনি।

বাংলাদেশ সময়: ১১২৫ ঘণ্টা, এপ্রিল ০৪, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।