ঢাকা, শুক্রবার, ১২ বৈশাখ ১৪৩১, ২৬ এপ্রিল ২০২৪, ১৬ শাওয়াল ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

মিরসরাইয়ে বাংলানিউজ কুইজ প্রতিযোগিতা সম্পন্ন

মিরসরাই প্রতিনিধি: | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৪২ ঘণ্টা, এপ্রিল ৩, ২০১৪
মিরসরাইয়ে বাংলানিউজ কুইজ প্রতিযোগিতা সম্পন্ন ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

চট্টগ্রাম: ‘জানতে চাই, জানতে দাও’ শ্লোগান নিয়ে মিরসরাইয়ের ঐতিহ্যবাহী বিদ্যাপিঠ মিরসরাই পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ে বাংলানিউজ-মিরসরাই কন্ঠ কুইজ প্রতিযোগিতা শেষ হয়েছে।

বৃহস্পতিবার সকাল ১০টায় শুরু হয়ে দুপুর ২টায় শেষ হয় প্রতিযোগিতা।

এতে ষষ্ঠ শ্রেণী থেকে দশম শ্রেণীর মোট ৯৭০ জন শিক্ষার্থী অংশ গ্রহণ করেন।

প্রতিযোগিতায় বিজয়ীরা হলেন ৬ষ্ঠ শ্রেণীর তাসনিম মাহবুব, এমএম মনোয়ার হোসেন, নাফিজুর রহমান, ৭ম শ্রেণীর উজ্জ্ব কর্মকার, নিশান চন্দ্র শীল, অবন্তি অন্তরা অর্পা, ৮ম শ্রেণীর আরমান কবির, মাছুদা আক্তার, মেহরুল আলম প্রান্ত, ৯ম শ্রেণীর শাহরিয়ার ফারদিন মিশু, তানবির হোসেন, সাদিয়া সুলতান রিফাত, দশম শ্রেণীর আজহার উদ্দিন শান্ত, এনি সূত্রধর, সুমনা মজুমদার।


প্রতিগোগিতার সার্বিক তত্বাবধানে ছিলেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মহিউদ্দিন। সমন্বয়ের দায়িত্বে ছিলেন সহকারী শিক্ষক দিদারুল আলম।  

স্কুলের সসভাপতি মেয়র শাহজাহান জানান, আগামী শনিবার বিকেলে মিরসরাই পাইলট স্কুল মাঠে কুইজ পুরস্কার বিতরনী অনুষ্ঠানে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেবেন স্থানীয় সাংসদ ও গৃহায়ন-গনপূর্ত মন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন।

বাংলাদেশ সময়:১৮২০ঘণ্টা, এপ্রিল ০৩, ২০১৪ 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।