ঢাকা, শুক্রবার, ১৩ বৈশাখ ১৪৩১, ২৬ এপ্রিল ২০২৪, ১৬ শাওয়াল ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

বকেয়া বেতনের দাবিতে পোশাক শ্রমিকদের সড়ক অবরোধ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮১৮ ঘণ্টা, মার্চ ২৭, ২০১৪
বকেয়া বেতনের দাবিতে পোশাক শ্রমিকদের সড়ক অবরোধ

চট্টগ্রাম: বকেয়া বেতনের দাবিতে নগরীর আন্দরকিল্লাহ নজির আহমদ সড়ক প্রায় এক ঘণ্টা অবরোধ করে বিক্ষোভ করেছে মাসুদা ফেব্রিক্স নামে একটি পোশাক কারখানার শ্রমিকরা।

বৃহষ্পতিবার বিকাল সাড়ে চারটার দিকে কাজ বন্ধ করে দিয়ে তারা এ বিক্ষোভ শুরু করে।



এসময় শ্রমিকরা রাস্তায় নেমে এলে সড়কের উভয় পাশে যান চলাচল বন্ধ হয়ে যায়। পরে, পুলিশ ঘটনাস্থলে গিয়ে বিকাল সাড়ে পাঁচটার দিকে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।


কোতোয়ালী থানার উপ-পরিদর্শক (এসআই) বিকাশ বাংলানিউজকে জানান, পোশাক কারখানাটির শ্রমিকদের অর্ধ মাসের বেতন বকেয়া রয়েছে। বকেয়া বেতন দিতে মালিক পক্ষের গড়িমসির কারণে শ্রমিকরা কাজ বন্ধ করে দিয়ে রাস্তায় নেমে আসে।

তিনি বলেন,‘বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে, যান চলাচলও স্বাভাবিক। শ্রমিক নেতাদের সঙ্গে বকেয়া বেতন পরিশোধের সম্ভাব্য দিন নির্ধারণে মালিক পক্ষের বৈঠক চলছে। ’

বাংলাদেশ সময়: ১৮১৮ ঘণ্টা, মার্চ ২৭, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।