ঢাকা, বৃহস্পতিবার, ১২ বৈশাখ ১৪৩১, ২৫ এপ্রিল ২০২৪, ১৫ শাওয়াল ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

চুয়েটে তিন দিনব্যাপী সাংস্কৃতিক উৎসব শুরু

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১২৮ ঘণ্টা, মার্চ ২০, ২০১৪
চুয়েটে তিন দিনব্যাপী সাংস্কৃতিক উৎসব শুরু

চট্টগ্রাম: বর্ণাঢ্য আযোজনের মধ্য দিয়ে চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে আন্তঃবিশ্ববিদ্যালয় সাংস্কৃতিক উৎসব বৃহস্পতিবার শুরু হয়েছে। 'স্বপ্ন ফ্রেম বর্ণিল হোক প্রজাপতির ডানায় চড়ে' - এ স্লোগানকে সামনে রেখে তিন দিনব্যাপী এ উৎসবের আয়োজন করছে বিশ্ববিদ্যালয়ের সাংস্কৃতিক সংগঠন জয়ধ্বনি।


সাংস্কৃতিক উৎসবের অনুষ্ঠানিক উদ্ধোধন করেন চুয়েট উপাচার্য ড. মো. জাহাঙ্গীর আলম। চুয়েটের প্রকৌশল ও প্রযুক্তি অনুষদের ডীন এবং রেজিস্ট্রার অধ্যাপক ড. ফারুক-উজ-জামান চৌধুরী, পদার্থবিদ্যা বিভাগের প্রধান অধ্যাপক ড. মো: আব্দুর রশীদ, যন্ত্রকৌশল বিভাগের প্রধান অধ্যাপক ড. মো. আব্দুল ওয়াজেদ, ছাত্রকল্যাণ পরিচালক অধ্যাপক ড. আশুতোষ সাহা, ইনস্টিটিউশন অব ইঞ্জিনিয়ার্স, চট্টগ্রাম কেন্দ্রের চেয়ারম্যান প্রকৌশলী মানজারে খুরশীদ আলম, সাংবাদিক বিশ্বজিৎ চৌধুরী, বঙ্গবন্ধু হলের প্রভোস্ট ড. সজল চন্দ্র বণিক, পুরকৌশল বিভাগের শিক্ষক ড. আয়শা আক্তার, যন্ত্রকৌশল বিভাগের শিক্ষক সানাউল রাব্বী, জয়ধ্বনি’র মোহাম্মদ আবদুর রাজ্জাক।



অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য মো. জাহাঙ্গীর আলম বলেন, 'দক্ষ প্রকৌশলী হওয়ার পাশাপাশি একজন সংস্কৃতিমনা মানুষ হিসেবে নিজে গড়ে তুলতে হবে। এ ক্ষেত্রে এ ধরনের সাংস্কৃতিক চর্চা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। '

এর আগে আনন্দ শোভাযাত্রা, শহীদ মিনারে জাতীয় সংগীত পরিবেশন ও ফ্ল্যাশ মব নাচের মধ্য দিয়ে প্রথম দিনের অনুষ্ঠনের সূচনা হয়।

দিনের অন্যান্য কর্মসূচির মধ্যে ছিল নাটক, মুকাভিনয়, অলোকচিত্র প্রদর্শনী ও বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের অংশগ্রহণে সাংস্কৃতিক পরিবেশনা। আগামী শনিবার এ উৎসব শেষ হবে।

বাংলাদেশ সময়: ২১২৯ ঘণ্টা, মার্চ ২০, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।