ঢাকা, বুধবার, ১১ বৈশাখ ১৪৩১, ২৪ এপ্রিল ২০২৪, ১৪ শাওয়াল ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

চট্টগ্রামে নারী গাঁজা বিক্রেতা গ্রেপ্তার

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮১০ ঘণ্টা, মার্চ ১৩, ২০১৪
চট্টগ্রামে নারী গাঁজা বিক্রেতা গ্রেপ্তার

চট্টগ্রাম: চট্টগ্রাম নগরীর ডবলমুরিং থানার দেওয়ানহাট ওভারব্রিজের নিচ থেকে সেতারা বেগম (৩৩) নামে এক নারী গাঁজা বিক্রেতাকে গ্রেপ্তার করেছে নগর গোয়েন্দা পুলিশ।

বৃহস্পতিবার সকাল সাড়ে ৯টার দিকে তাকে গ্রেপ্তার করা হয়।

এসময় তার কাছ থেকে পাঁচ কেজি গাঁজা উদ্ধার করা হয়েছে।

নগর গোয়েন্দা পুলিশের অতিরিক্ত উপ কমিশনার বাবুল আক্তার বাংলানিউজকে জানান, দেওয়ানহাট ওভারব্রীজের নিচে রেলক্রসিং এলাকায় মোহছেন আউলিয়া হোটেলের সামনে সেতারা বেগম গাঁজাগুলো ক্রেতার কাছে হস্তান্তরের অপেক্ষা করছিলেন।


সেতারার বাড়ি কক্সবাজার সদর এলাকার চরপাড়ায়। তার কাছ থেকে উদ্ধার করা গাঁজার দাম প্রায় ৩৬ হাজার টাকা বলে তিনি জানান।

গাঁজা বিক্রেতা সেতারার বিরুদ্ধে নগরীর ডবলমুরিং থানায় মামলা দায়ের করা হয়েছে বলেও তিনি জানিয়েছেন।

বাংলাদেশ সময়: ১৮০৯ঘণ্টা, মার্চ ১৩,২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।