ঢাকা, বৃহস্পতিবার, ১২ বৈশাখ ১৪৩১, ২৫ এপ্রিল ২০২৪, ১৫ শাওয়াল ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

সোয়াটের জন্য অস্ত্র দিল আমেরিকা

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৫৭ ঘণ্টা, মার্চ ১২, ২০১৪
সোয়াটের জন্য অস্ত্র দিল আমেরিকা ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

চট্টগ্রাম: আমেরিকা থেকে অত্যাধুনিক অস্ত্র পেয়েছে চট্টগ্রাম নগর পুলিশের এন্টি-টেরোরিজম ইউনিট সোয়াট টিমের সদস্যরা। বুধবার অস্ত্রগুলো সিএমপিতে এসে পৌঁছেছে।



এসব অস্ত্রশস্ত্রের মধ্যে আছে, ৮টি এম-৪ রাইফেল, ৮টি গ্লোক-১৭ পিস্তল ও ৪ হাজার রাউন্ড গুলি।

নগর পুলিশের অতিরিক্ত উপ কমিশনার (গোয়েন্দা) বাবুল আক্তার বাংলানিউজকে বলেন, অস্ত্রগুলো আজ (বুধবার) পেয়েছি।
সেগুলো সোয়াট টিমের সদস্যদের কাছে হস্তান্তর করা হবে। বিশ্বকাপ ক্রিকেটে দায়িত্ব পালনের জন্য সোয়াত টিমের সদস্যরা এসব অস্ত্র ব্যবহার করবেন।  

নগর পুলিশের সহকারী কমিশনার (সদর) মাহমুদা বেগম বাংলানিউজকে বলেন, আমেরিকায় সোয়াট টিমের সদস্যরা গিয়ে প্রশিক্ষণ নিয়েছিলেন। ওই প্রশিক্ষণের পর আমেরিকান দূতাবাস থেকে সোয়াট টিমের সদস্যদের জন্য অস্ত্রগুলো পাঠানো হয়েছে।

উল্লেখ্য ২০১৩ সালে আমেরিকার ভার্জিনিয়ায় বাংলাদেশের ২৩ জন পুলিশ সদস্য সন্ত্রাসবিরোধী অভিযানের প্রশিক্ষণ নিয়েছিল।  

বাংলাদেশ সময়: ১৬৫৬ ঘণ্টা, মার্চ ১২, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।