ঢাকা, বৃহস্পতিবার, ১৪ চৈত্র ১৪৩০, ২৮ মার্চ ২০২৪, ১৭ রমজান ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

মহানগর দায়রা জজের হস্তক্ষেপ

কাজে ফিরছেন কর্মকর্তা-কর্মচারীরা

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২২১ ঘণ্টা, মার্চ ১২, ২০১৪
কাজে ফিরছেন কর্মকর্তা-কর্মচারীরা

চট্টগ্রাম: বেঞ্চ সহকারী লাঞ্চিত হওয়ার প্রতিবাদে ২০টি আদালতে একযোগে কর্মবিরতি শুরুর পর মহানগর দায়রা জজ এস এম মুজিবুর রহমান এবং শীর্ষ আইনজীবীদের হস্তক্ষেপে পরিস্থিতি শান্ত হয়েছে। কর্মকর্তা-কর্মচারীরাও আদালতের কাজে যোগ দিতে শুরু করেছেন।



বুধবার সকাল ৯টা থেকে কর্মকর্তা-কর্মচারীরা ২০টি আদালতে তালা দিয়ে কর্মবিরতি পালন শুরু করেন। মহানগর দায়রা জজের আহ্বানে কর্মকর্তা-কর্মচারী এবং শীর্ষ আইনজীবীরা বৈঠক করার পর বেলা ১২টা থেকে কাজে ফিরে যেতে শুরু করেছেন তারা।


মঙ্গলবার বিকেল ৭ম যুগ্ম মহানগর দায়রা জজ আদালতের বেঞ্চ সহকারী মো.কেফায়েত উল্লাহকে মারধর করেন এক আইনজীবী। বিষয়টি জানাজানি হওয়ার পর বুধবার সকাল থেকে একযোগে মহানগর জজ আদালতের ১৩টি এবং মহানগর হাকিম আদালতের ৭টিতে কর্মবিরতি শুরু করেন কর্মকর্তা-কর্মচারীরা।

এদিকে সকাল সাড়ে ১০টার দিকে আইনজীবীরা কর্মকর্তা-কর্মচারীদের দুর্নীতি ও অনিয়মের প্রতিবাদে আদালত ভবনে মিছিল বের করেন। এসময় মহানগর দায়রা জজ আদালতের সামনে অবস্থান নিয়েছিলেন কর্মকর্তা-কর্মচারীরা।

উভয় পক্ষ মুখোমুখি হলে উত্তেজনার সৃষ্টি হয়। এসময় পুলিশ বাঁশি বাজিয়ে দু’পক্ষকে সরিয়ে দিতে চাইলে আইনজীবীরা ক্ষুব্ধ হন। এক পর্যায়ে কয়েকজন আইনজীবীকে পুলিশের উপর চড়াও হতে দেখা যায়।

পরিস্থিতি আরও উত্তপ্ত হতে থাকলে এক পর্যায়ে মহানগর দায়রা জজ এস এম মুজিবুর রহমান আন্দোলনরত কর্মকর্তা-কর্মচারী এবং অ্যাডভোকেট ইব্রাহিম হোসেন চৌধুরী বাবুলসহ কয়েকজন শীর্ষ আইনজীবীকে নিজের খাস কামরায় ডেকে নিয়ে যান। সেখানে বৈঠকে উভয়পক্ষের মধ্যে আপোষ মিমাংসা হয়। এছাড়া বেঞ্চ সহকারীকে লাঞ্চিত করার বিষয়ে আইনজীবী সমিতির সঙ্গে বিকেলে আরেক দফা বৈঠকের সিদ্ধান্ত হয়।

এরপর কর্মকর্তা-কর্মচারীরা আদালতের দরজার তালা খুলে দেন। বেঞ্চ সহকারী ছাড়া অন্যান্য কর্মচারীরা আদালতের কাজে যোগ দেন। কয়েকটি আদালতের বিচারক এজলাসে উঠেন।

অ্যাডভোকেট ইব্রাহিম হোসেন চৌধুরী বাবুল বাংলানিউজকে বলেন, মহানগর দায়রা জজ মহোদয়ের আহ্বানে আমরা গিয়েছিলাম। তালা খুলে দেয়ার সিদ্ধান্ত হয়েছে। অনাকাঙ্খিত যে ঘটনা ঘটেছে সেটার জন্য আবারও বৈঠক হবে।

চট্টগ্রাম মহানগর দায়রা জজ আদালতের বেঞ্চ সহকারী মো.ওমর ফুয়াদ বাংলানিউজকে বলেন, আমাদের একজন সহকর্মীর গায়ে হাত তোলার প্রতিবাদে আমরা আদালতের দরজায় তালা দিয়েছিলাম। তবে মহানগর দায়রা জজ স্যারের সঙ্গে বৈঠকের পর আমরা তালা খুলে দিয়েছি। স্যার আমাদের আবারও ডাকবেন বলেছেন। আমরা অপেক্ষায় আছি। এরপর আদালতের কার্যক্রম পুরোপুরি শুরু হবে।

নগর পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার (প্রসিকিউশন) মুহাম্মদ রেজাউল মাসুদ বাংলানিউজকে বলেন, পরিস্থিতি আস্তে আস্তে স্বাভাবিক হতে শুরু করেছে। ম্যাজিস্ট্রেট আদালতগুলোতে স্বাভাবিক কার্যক্রম চলছে।

বাংলাদেশ সময়: ১২১০ঘণ্টা, মার্চ ১২,২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।