ঢাকা, শুক্রবার, ১৩ বৈশাখ ১৪৩১, ২৬ এপ্রিল ২০২৪, ১৬ শাওয়াল ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

বেঞ্চ সহকারী লাঞ্চিত

চট্টগ্রামের ২০ আদালতে কর্মকর্তা-কর্মচারীদের কর্মবিরতি

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০৪৪ ঘণ্টা, মার্চ ১২, ২০১৪
চট্টগ্রামের ২০ আদালতে কর্মকর্তা-কর্মচারীদের কর্মবিরতি

চট্টগ্রাম: এক বেঞ্চ সহকারী লাঞ্চিত হওয়ার প্রতিবাদে চট্টগ্রাম মহানগরের ২০টি আদালতে একযোগে অনির্দিষ্টকালের কর্মবিরতি পালন শুরু করেছেন কর্মকর্তা-কর্মচারীরা।

এর ফলে আদালতগুলোতে বুধবার সকাল থেকে কোন কার্যক্রম চলছেনা।

এজলাসে উঠতে পারেননি বিচারকও।

নগর পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার (প্রসিকিউশন) মুহাম্মদ রেজাউল মাসুদ বাংলানিউজকে বলেন, সপ্তম যুগ্ম মহানগর দায়রা জজ আদালতের পেশকার (বেঞ্চ সহকারী) মো.কেফায়েত উল্লাহকে মঙ্গলবার বিকেলে এক আইনজীবী মারধর করেছেন বলে অভিযোগ পেয়েছি।
এ ঘটনা সকালে জানার পর সব কর্মকর্তা-কর্মচারীরা একযোগে কর্মবিরতি পালন শুরু করেছেন।

চট্টগ্রাম মহানগর দায়রা জজ আদালতের বেঞ্চ সহকারী মো.ওমর ফুয়াদ বাংলানিউজকে বলেন, আমাদের একজন সহকর্মীর গায়ে হাত তোলা হয়েছে। এর প্রতিবাদে আমরা কাজে যোগ দিচ্ছিনা।

অতিরিক্ত উপ কমিশনার (প্রসিকিউশন) রেজাউল মাসুদ জানান, কর্মবিরতির কারণে মহানগর জজ আদালতের ১৩টি এবং মুখ্য মহানগর হাকিমের অধীন ৭টিসহ মোট ২০টি আদালতে কর্মবিরতি চলছে।

তবে জেলা জজের অধীন আদালত এবং ট্রাইব্যুনালগুলোতে স্বাভাবিক কার্যক্রম চলছে বলে জানিয়েছেন জেলা আদালতের পুলিশ পরিদর্শক অনু মং মারমা।

বাংলাদেশ সময়: ১০৩০ঘণ্টা, মার্চ ১২,২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।