ঢাকা, শনিবার, ১৩ বৈশাখ ১৪৩১, ২৭ এপ্রিল ২০২৪, ১৭ শাওয়াল ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

আঞ্চলিক গানের কিংবদন্তি গফুর হালীর স্ত্রীর প্রয়াণ

চট্টগ্রাম প্রতিদিন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৪৭ ঘণ্টা, মার্চ ১০, ২০১৪
আঞ্চলিক গানের কিংবদন্তি গফুর হালীর স্ত্রীর প্রয়াণ ছবি: সংগৃহীত

চট্টগ্রাম: চট্টগ্রামের আঞ্চলিক গানের কিংবদন্তিতুল্য শিল্পী, গীতিকার ও সুরকার আবদুল গফুর হালীর স্ত্রী রাজিয়া বেগম (৭৫) মারা গেছেন।

সোমবার ভোর ৬টায় চট্টগ্রামের পটিয়া উপজেলার রশিদাবাদ গ্রামের নিজ বাড়িতে বার্ধক্যজনিত রোগে তিনি মৃত্যুবরণ করেন।

তিনি দুই মেয়ে ও দুই ছেলে এবং অসংখ্য আত্মীয় স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন।

সোমবার বাদ আছর পটিয়ার রশিদাবাদ বড় শাহ আলী ফকিরের মসজিদের মাঠে মরহুমের জানাজার আয়োজন করা হয়।
জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়।

‘পাঞ্জাবিওয়ালা’, ‘সোনা বন্ধু তুই আমারে করলি দিওয়ানা’, ‘মনের বাগানে’সহ অসংখ্য স্মরণীয় গানের স্রষ্টা আবদুল গফুর হালীর জীবনসঙ্গি রাজিয়া বেগম ছিলেন শিল্পীর অসংখ্য গানের প্রেরণা।
 
প্রাণপ্রিয় স্ত্রীর প্রয়ানে শোকাহত গফুর হালী বলেন, আমার শিল্পী জীবনের নেপথ্যে তার অবদান অসামান্য। সংসার কিভাবে চলে তা আমি জানি না। তিনিই ছিলেন আমার সংসার জীবনের কান্ডারি।

বাংলাদেশ সময়: ১৮৪০ঘণ্টা, মার্চ ১০,২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।