ঢাকা, শনিবার, ১৪ বৈশাখ ১৪৩১, ২৭ এপ্রিল ২০২৪, ১৭ শাওয়াল ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

অপহরণের দেড় মাস পর স্কুল ছাত্রী উদ্ধার

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১১৩ ঘণ্টা, মার্চ ১০, ২০১৪
অপহরণের দেড় মাস পর স্কুল ছাত্রী উদ্ধার

চট্টগ্রাম: অপহরণের দেড় মাস পর তিথি দত্ত (১১) নামে এক স্কুল ছাত্রীকে উদ্ধার করেছে নগরীর খুলশী থানা পুলিশ।

সন্দ্বীপ থেকে উদ্ধারের পর রোববার রাতে তাকে নগরীর খুলশী থানায় আনা হয়েছে।



খুলশী থানার সেকেন্ড অফিসার এস আই মামুনুর রশিদ বাংলানিউজকে জানান, তিথি দত্ত নগরীর পশ্চিম খুলশী এলাকার জাফর সওদাগর কলোনির বাসিন্দা খোকন কান্তি দত্তের মেয়ে। তিথি ঝাউতলা এলাকার একটি স্কুলের সপ্তম শ্রেণীর ছাত্রী।


গত ২২ জানুয়ারি নিজ বাসার সামনে থেকে তিথিকে কয়েকজন দুর্বৃত্ত অপহরণ করে নিয়ে যায়। এ ঘটনায় তার বাবা বাদি হয়ে স্থানীয় কয়েকজন বখাটে যুবকের বিরুদ্ধে মামলা দায়ের করেন।

মামলার তদন্তকারী কর্মকর্তা এস আই রাসেল আসামীদের মোবাইল নম্বর এবং কললিস্ট যাচাইবাছাইয়ের মাধ্যমে সন্দ্বীপের একটি দুর্গম এলাকা থেকে রোববার তিথিকে উদ্ধার করতে সক্ষম হয়। তবে এসময় অপহরণকারীরা পালিয়ে যাওয়ায় তাদের কাউকে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ।

এস আই মামুনুর রশিদ বাংলানিউজকে বলেন, আসামীদের গ্রেপ্তারের চেষ্টা চলছে। এছাড়া তিথির জবানবন্দি নেয়া হবে। তার দেয়া তথ্যের ভিত্তিতে আসামীদের বিরুদ্ধে প্রয়োজনীয় পদক্ষেপ নেয়া হবে।

বাংলাদেশ সময়: ১১০০ঘণ্টা, মার্চ ১০,২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।