ঢাকা, শুক্রবার, ১৩ বৈশাখ ১৪৩১, ২৬ এপ্রিল ২০২৪, ১৬ শাওয়াল ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

বাকলিয়ায় আগুনে পুড়েছে ৫ বসত ঘর

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০৪৩ ঘণ্টা, মার্চ ১০, ২০১৪
বাকলিয়ায় আগুনে পুড়েছে ৫ বসত ঘর

চট্টগ্রাম: নগরীর বাকলিয়া থানার বলিরহাট এলাকায় আগুনে পুড়েছে ৫টি বসত ঘর। এতে ৮ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।



সোমবার ভোর পৌনে ৪টার দিকে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়। খবর পেয়ে কালুরঘাট ও চন্দনপুরা স্টেশনের দুটি ইউনিটের ৫টি গাড়ি ঘটনাস্থলে গিয়ে সাড়ে পাঁচটার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে।


কালুরঘাট ফায়ার স্টেশনের সিনিয়র অফিসার পূর্ণচন্দ্র মুৎসুদ্দী বাংলানিউজকে জানান, পূর্ব বাকলিয়া বলিরহাট লুক্কুর বাড়ীতে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে জানিয়ে তিনি বলেন, আগুনে ৫ জন মালিকের বিভিন্ন পরিমাপের ৫টি বসত ঘর পুড়ে যায়।

পরে কালুরঘাট ও চন্দনপুরা ফায়ার স্টেশনের দুটি ইউনিটের ৫টি গাড়ি ঘটনাস্থলে গিয়ে প্রায় ২ ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।

আগুনে ৮ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানান তিনি।

বাংলাদেশ সময়:১০২০ঘন্টা, মার্চ ১০, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।