ঢাকা, শুক্রবার, ১৫ চৈত্র ১৪৩০, ২৯ মার্চ ২০২৪, ১৮ রমজান ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

অনলাইন সাংবাদিকতা

প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়ে সোমবার সেমিনার

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩১৫ ঘণ্টা, মার্চ ৯, ২০১৪
প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়ে সোমবার সেমিনার

চট্টগ্রাম: বাংলাদেশে অনলাইন সাংবাদিকতা এবং এর আইনগত তাৎপর্য নিয়ে সেমিনারের আয়োজন করেছে চট্টগ্রাম সিটি কর্পোরেশন পরিচালিত প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগ।

সোমবার সকাল সাড়ে ১১টায় নগরীর হাজারী লেইনে প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়ের আইন অনুষদ প্রাঙ্গণে এ সেমিনারের আয়োজন করা হয়েছে।



আইন বিভাগের শিক্ষক হিল্লোল সাহা বাংলানিউজকে জানান, ‘বাংলাদেশে অনলাইন সাংবাদিকতা: বৈশ্বিক পরিপ্রেক্ষিতে আইনগত তাৎপর্য’ শীর্ষক এ সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়ের উপাচার্য একুশে পদকপ্রাপ্ত সমাজবিজ্ঞানী ড.অনুপম সেন। বিশেষ অতিথি থাকবেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য ড.ইফতেখার উদ্দিন চৌধুরী।


সেমিনারে অতিথি আলোচক হিসেবে অনলাইন সাংবাদিকতা বিষয়ে শিক্ষার্থীদের সামনে সামগ্রিক বক্তব্য উপস্থাপন করবেন বাংলানিউজটোয়েন্টিফোর.কমের এডিটর ইন চীফ আলমগীর হোসেন।

আলোচক হিসেবে উপস্থিত থাকবেন পার্বত্য চট্টগ্রাম ভূমি বিরোধ নিষ্পত্তি কমিশন, খাগড়াছড়ি এর সচিব (যুগ্ম জেলা জজ) মোহাম্মদ মাহাবুবুর রহমান এবং বাংলানিউজটোয়েন্টিফোর.কমের হেড অব নিউজ মাহমুদ মেনন খান।

সেমিনারে সভাপতিত্ব করবেন প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের শিক্ষক নূর মোহাম্মদ।

বাংলাদেশ সময়: ২৩১৫ ঘণ্টা, মার্চ ০৯, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।