ঢাকা, শুক্রবার, ১২ বৈশাখ ১৪৩১, ২৬ এপ্রিল ২০২৪, ১৬ শাওয়াল ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

বাকলিয়ায় অস্ত্রসহ পেশাদার অপরাধী গ্রেপ্তার

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩০৬ ঘণ্টা, মার্চ ৯, ২০১৪
বাকলিয়ায় অস্ত্রসহ পেশাদার অপরাধী গ্রেপ্তার

চট্টগ্রাম: চট্টগ্রাম নগরীর বাকলিয়া থানার তৃতীয় কর্ণফুলী সেতু এলাকায় অস্ত্রসহ দিদার আলম প্রকাশ রেদোয়ান (৪০) নামে এক পেশাদার অপরাধীকে গ্রেপ্তার করেছে পুলিশ।

রোববার রাত সাড়ে ৯টার দিকে তাকে কক্সবাজার থেকে আসা একটি মাইক্রোবাসে তল্লাশি চালিয়ে গ্রেপ্তার করে পুলিশ।

তার কাছে একটি একনলা বন্দুক পাওয়া গেছে।

বাকলিয়া থানার ওসি মো.মহসিন বাংলানিউজকে জানান, দিদার ডাকাতি করার জন্য কক্সবাজারের মহেশখালী থেকে অস্ত্র সংগ্রহ করে নগরীতে ফিরছিল বলে জানিয়েছে।
তার বাসা নগরীর পাঁচলাইশ থানার হামজারবাগ এলাকায়।

পেশাদার অপরাধী দিদার পাঁচলাইশ থানার একটি অস্ত্র মামলায় ২০০৩ সালের ১০ বছরের জন্য দণ্ডিত হয়। সম্প্রতি জেল থেকে মুক্তি পেয়ে আবারও অপরাধে জড়িয়ে পড়েছে দিদার।

দিদারের বিরুদ্ধে রাঙ্গুনিয়া থানায় সিএনজি অটোরিক্সা ছিনতাইয়ের মামলা আছে। দিদার সন্দ্বীপ উপজেলার মুছাপুর গ্রামের মৃত শাহআলমের ছেলে বলে জানান ওসি মো.মহসিন।

তার বিরুদ্ধে বাকলিয়া থানায় অস্ত্র আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে বলেও ওসি জানান।

বাংলাদেশ সময়: ২৩০৬ ঘণ্টা, মার্চ ০৯,২০১৪  

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।