ঢাকা, মঙ্গলবার, ২৪ আষাঢ় ১৪৩২, ০৮ জুলাই ২০২৫, ১২ মহররম ১৪৪৭

চট্টগ্রাম প্রতিদিন

বন্ধুর ছুরিকাঘাতে আহত দু’ এসএসসি পরীক্ষার্থী

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২:৩৫, মার্চ ৯, ২০১৪
বন্ধুর ছুরিকাঘাতে আহত দু’ এসএসসি পরীক্ষার্থী ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

চট্টগ্রাম: নগরীর চকবাজার এলাকায় পূর্ব বিরোধের জের ধরে বন্ধুদের ছুরিকাঘাতে দু’ এসএসসি পরীক্ষার্থী আহত হয়েছে। রোববার বিকালে এ ঘটনা ঘটে।



আহতরা হলেন- ইমন(১৬) ও সাজিব(১৫)। দু’জনই চট্টগ্রাম সরকারি উচ্চ বিদ্যালয়ের বিজ্ঞান বিভাগ থেকে এসএসসি পরীক্ষার্থী।


চকবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আতিক আহমেদ চৌধুরী বাংলানিউজকে বলেন, ‘নাসিরাবাদ সরকারি উচ্চ বিদ্যালয় কেন্দ্র থেকে পরীক্ষা শেষ করে বন্ধুদের সঙ্গে চকবাজার গুলজার মার্কেটের সামনে আসে ইমন ও সাজিব। এসময় পূর্ব বিরোধের জের ধরে তাদের অন্য বন্ধুরা ইমন ও সাজিবদের ওপর হামলা চালায়। এতে ইমন ও সাজিব গুরুতর আহত হয়। ’

চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির উপ পরিদর্শক জহিরুল ইসলাম বাংলানিউজকে বলেন,‘বন্ধুদের মধ্যে বিরোধের জের ধরে ছুরিকাহতের ঘটনায় দু’জনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এদের মধ্যে ইমনকে ২০নং ওয়ার্ডে এবং সাজিবকে ক্যাজুয়ালিটি বিভাগে ভর্তি করা হয়েছে। ’

বাংলাদেশ সময়: ২২৪১ ঘণ্টা, মার্চ ০৯, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।