ঢাকা, শুক্রবার, ১৫ চৈত্র ১৪৩০, ২৯ মার্চ ২০২৪, ১৮ রমজান ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

চট্টগ্রামে গণপিটুনিতে ছিনতাইকারী আহত

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৫০ ঘণ্টা, মার্চ ৯, ২০১৪
চট্টগ্রামে গণপিটুনিতে ছিনতাইকারী আহত

চট্টগ্রাম: চট্টগ্রাম ডবলমুরিং থানার চৌমুহনী এলাকায় গণপিটুনিতে এক ছিনতাইকারী গুরুতর আহত হয়েছে।

রোববার রাত ৮টার দিকে এ গণপিটুনির ঘটনা ঘটে।



পুলিশ সূত্রে জানা গেছে, ডাচ বাংলা ব্যাংকের আগ্রাবাদ শাখার কর্মকর্তা মো.ইউসুফ রোববার রাত ৮টার দিকে চৌমুহনীতে ওয়ালটনের শোরুমের সামনে অটোরিক্সার জন্য অপেক্ষা করছিলেন। এসময় দু’জন যুবক এসে তাকে ছোরার ভয় দেখিয়ে ছিনতাই করতে উদ্যত হয়।


এ ঘটনা দেখে স্থানীয় লোকজন জড়ো হয়ে এক যুবককে ধরে ফেলে। জনতা তাকে গণপিটুনি দিতে শুরু করলে পুলিশ গিয়ে গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে।

ডবলমুরিং থানার ওসি কাজী মতিউল ইসলাম বাংলানিউজকে বলেন, গুরুতর আহত ছিনতাইকারীকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

তবে আহত ছিনতাইকারীর নাম-পরিচয় জানাতে পারেননি ওসি। তার বয়স আনুমানিক ২৫-২৬ বছর হবে বলে তিনি জানান।

বাংলাদেশ সময়: ২১৪৯ ঘণ্টা, মার্চ ০৯, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।