ঢাকা, বুধবার, ১৮ আষাঢ় ১৪৩২, ০২ জুলাই ২০২৫, ০৬ মহররম ১৪৪৭

চট্টগ্রাম প্রতিদিন

কাঁথা নিয়ে ঝগড়া, প্রাণ গেল একজনের

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১:২৫, মার্চ ৯, ২০১৪
কাঁথা নিয়ে ঝগড়া, প্রাণ গেল একজনের

চট্টগ্রাম: চট্টগ্রাম নগরীর চান্দগাঁও থানার ওসমানিয়া পুলের গোড়া এলাকায় কাঁথা নিয়ে ঝগড়ার জের ধরে হারুন (৩৫) নামে একজনকে কুপিয়ে খুন করা হয়েছে। হারুন সিটি বাসের চালকের সহকারী।



শনিবার ভোরে হারুনকে কুপিয়ে আহত করে তার সঙ্গে একই কক্ষে থাকা চা দোকানের কর্মচারী রাসেল। রোববার সকালে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।


নগর পুলিশের সহকারী কমিশনার (পাঁচলাইশ) দীপক জ্যোতি খীসা বাংলানিউজকে জানান, চান্দগাঁও ওসমানিয়া পুলের গোড়া এলাকায় নেজামের চা দোকানের কর্মচারি রাসেলের সঙ্গে রাতে থাকতেন একই এলাকার বাস চালকের সহকারী হারুন। গত শনিবার ভোরে কাঁথা নিয়ে উভয়ের মধ্যে বাকবিতণ্ডতা হয়। এক পর্যায়ে হারুন রাসেলকে চড় মারে।

এতে ক্ষিপ্ত হয়ে দোকানে থাকা বটি দিয়ে রাসেল কুপিয়ে গুরুতর আহত করে হারুনকে। পরে তাকে হাসপাতালে ভর্তি করা হলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

এ ঘটনার পর থেকে রাসেল পলাতক আছে। হত্যাকাণ্ডের ঘটনায় চান্দগাঁও থানায় একটি মামলা দায়ের হয়েছে বলে দীপক জ্যোতি জানান।

বাংলাদেশ সময়: ২১২২ঘণ্টা, মার্চ ০৯,২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।