ঢাকা, শুক্রবার, ৬ বৈশাখ ১৪৩১, ১৯ এপ্রিল ২০২৪, ০৯ শাওয়াল ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

চিটাগাং অফিসার কো-অপারেটিভ সোসাইটির নির্বাচন সম্পন্ন

চট্টগ্রাম প্রতিদিন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১১৪ ঘণ্টা, মার্চ ৯, ২০১৪
চিটাগাং অফিসার কো-অপারেটিভ সোসাইটির নির্বাচন সম্পন্ন

চট্টগ্রাম: চট্টগ্রাম বিভাগীয় কমিশনার ও জেলা প্রশাসক কার্যালয়ের নন গ্রেজেটেড অফিসারদের সংগঠন দি চিটাগাং অফিসার কো-অপারেটিভ সোসাইটি লিমিটেড’র নির্বাচন সম্পন্ন হয়েছে।

নির্বাচনে মো. গিয়াস উদ্দিন সভাপতি ও মোহাম্মদ ইউনুছ তৃতীয়বারের মতো সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন।



প্রথম পর্বে সোসাইটির বার্ষিক সাধারণ সভা ভূমি সহকারী কর্মকর্তা মুক্তিযোদ্ধা মো. আবু তাহেরের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। এতে বার্ষিক প্রতিবেদন পাঠ করেন সোসাইটির সাধারণ সম্পাদক মোহাম্মদ ইউনুছ।


সভাপতি মোহাম্মদ মুছা, সাবেক সভাপতি মো. সৈয়দ আহমদ, মনোজ কুমার বড়–য়া, নেপাল কান্তি দাশ, ইঞ্জিনিয়ার মুহাম্মদ নুরুল আজিম, মো. আইয়ুব, আবুল হাশেম, নুরুল কাদের প্রমুখ বক্তব্য রাখেন।

দ্বিতীয় পর্বে সদস্যদের ভোটে নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনে ১৪৭ ভোট পেয়ে মো. গিয়াস উদ্দিন সভাপতি নির্বাচিত হয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন মনোজ কুমার বড়–য়া পেয়েছেন ১২৪ ভোট।

২৩৫ ভোট পেয়ে তৃতীয়বারের মতো সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন মোহাম্মদ ইউনুছ। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী মোহাম্মদ মনজুর আলম পেয়েছেন ৩৬ ভোট। সহ-সভাপতি পদে পিনাক পানি চৌধুরী বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন।

সদস্য পদে নির্বাচিতরা হলেন- সবদের হোসেন, মোহাম্মদ জামাল উদ্দিন, রিয়াজ উদ্দিন আহমদ, মোহাম্মদ আবদুল মান্নান, এসএম আরিফ হোসেন, মোহাম্মদ জাহাঙ্গীর আলম, মুহাম্মদ নুরুল আজিম, মুহাম্মদ নুরুল কাদের, মো. শওকত হোসেন।

নির্বাচন কমিশনারের দায়িত্ব পালন করেন চট্টগ্রাম জেলা সমবায় কার্যালয়ের সহকারি প্রশিক ও পরিদর্শক মৃদুল চন্দ্র দে, মো. বখতিয়ার আলম ও মো. সামসুদ্দিন ভূঁইয়া।  

বাংলাদেশ সময়:২১১৯ঘণ্টা, মার্চ ০৯, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
welcome-ad