ঢাকা, বৃহস্পতিবার, ১১ বৈশাখ ১৪৩১, ২৫ এপ্রিল ২০২৪, ১৫ শাওয়াল ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

সাতকানিয়ায় দুর্বৃত্তদের আগুনে পুড়ে গেছে ৪টি ঘর

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৪১ ঘণ্টা, মার্চ ৭, ২০১৪
সাতকানিয়ায় দুর্বৃত্তদের আগুনে পুড়ে গেছে ৪টি ঘর

চট্টগ্রাম: চট্টগ্রামের সাতকানিয়ায় দুর্বৃত্তদের দেওয়া আগুনে পুড়ে গেছে চারটি ঘর। বৃহষ্পতিবার গভীর রাতে উপজেলার উত্তর ঢেমশার বড়ুয়া পাড়া এলাকায় এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।



সাতকানিয়া ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার শাহাদাত হোসেন জানান, রাত তিনটার দিকে অগ্নিকাণ্ডের খবর পেয়ে ফায়ার সার্ভিসের ১টি ইউনিটের ১ গাড়ি ঘটনাস্থলে যায়। ভোর সোয়া পাঁচটার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে।


তিনি বাংলানিউজকে বলেন, আমাদের প্রাথমিকভাবে মনে হচ্ছে কেউ উদ্দেশ্য প্রণোদিত হয়ে আগুন লাগিয়ে দিয়েছে।

সাতকানিয়া সার্কেলের সহকারী পুলিশ সুপার এ কে এম এমরান ভূঁঞা বাংলানিউজকে বলেন, আমরা ঘটনাস্থলে গিয়েছিলাম। অগ্নিকাণ্ডের সূত্রপাত কী চুলা থেকে হয়েছে, নাকি কেউ লাগিয়ে দিয়েছে তা তদন্ত করে দেখছি।

বাংলাদেশ সময় ১৮৪০ ঘণ্টা, মার্চ ৭, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।